আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন আপনি শুভেচ্ছা ও শুভকামনা গুরু।
আমাদের ‘কাব্য কথা’র প্রাণ প্রিয় গুরুদা আমাদের ‘কাব্য কথা’র বিনির্মানে এক অতন্দ্র প্রহরী, যাকে ছাড়া কাব্য কথা অসহায়, আমাদের একনিষ্ঠ অনুপ্রেরণা, যার অবদান অনস্বীকার্য।
কাব্য কথার গৌরবের সবটুকু প্রাপ্যতা যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি আমাদের শ্রদ্ধার গুরু আহমেদ সুমন।
সকলের প্রিয় ‘দৈনিক সপ্তস্বরা’ পত্রিকার সম্পাদক এবং ‘কাব্য কথা’র সম্মানিত এডমিন এবং প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাহিত্যিক আহমেদ সুমন (গুরু)-এর জন্মদিনে অনেক অনেক শুভ কামনা এবং একঝাঁক অনাবিল আনন্দ।
শুভ জন্মদিন গুরু।