1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ১৫ নভেম্বর ২০২২ - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ১৫ নভেম্বর ২০২২

সরদার রাকিবুল ইসলাম বনসাই
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আজ মঙ্গলবার
৩০ ই কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ।
২০ ই রবিউস সানি, ১৪৪৪ হিজরী।
১৫ ই নভেম্বর ২০২২ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী।

ঘটনাবলীসম্পাদনাঃ

১৬২১ – উত্তর ভারতের কাংড়া দুর্গ মোগল সম্রাট জাহাঙ্গীরের দখলে আসে।

১৭৯১ – আমেরিকায় প্রথম ক্যাথলিক কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫ – লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।

১৮০৬ – আমেরিকায় প্রথম কলেজ ম্যাগাজিন প্রকাশিত হয়।

১৮৩০ – প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।

১৮৩৭ – আইজাক পিটম্যানের শর্টহ্যান্ড পদ্ধতি প্রথম প্রকাশিত হয়।

১৮৫৯ – প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।

১৮৮৯ – ব্রাজিল গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হয়।

১৯০৪ – জিলেট ব্লেড প্যাটেন্ট করেন সি জিলেট।

১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।

১৯২০ – জেনেভায় প্রথম লীগ অব নেশন্সের সভা হয়।

১৯২৪ – কলকাতা কর্পোরেশনের মুখপত্র মিউনিসিপ্যাল গেজেটের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯২৬ – রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।

১৯৩২ – ওয়াল্ট ডিজনি আর্ট স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৯৩৫ – ফিলিপিন কমনওয়েলথের উদ্বোধন হয়।

১৯৮১ – বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিচারপতি আবদুস সাত্তার বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৩ – তুর্কি অধিকৃত সাইপ্রাসের স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯৮৪ – জার্মানীর রাজধানী বার্লিনে আফ্রিকায় ইউরোপীয় উপনিবেশ গুলোকে ভাগ-বণ্টন করা নিয়ে একটি সম্মেলন হয়েছিল। ইতিহাসে এই সম্মেলনটি বার্লিন সম্মেলন নামে পরিচিত।

১৯৮৮ – পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা দেন।

১৯৯৭ – মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।

২০০০ – ভারতের ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়।

জন্মসম্পাদনাঃ

১৬৭০ – বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।

১৭৩৮ – উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ইংরেজ জ্যোতির্বিদ এবং সুরকার। (মৃ. ১৮২২)

১৮৬২ – গেরহার্ট হাউপ্টমান, জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার। (মৃ. ১৯৪৬)

১৮৭৪ – আগস্ট ক্রোঘ, ডেনিশ প্রাণিবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৪৯)

১৮৭৫ – বিরসা মুন্ডা, ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক।(মৃ. ১৯০০)

১৮৯১ – পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক।(মৃ.২৭/০১/১৯৭৮)

১৮৯৬ – রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশী সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭১)

১৯০৭ – ক্লজ ফন স্টফেনবার্গ, জার্মান সামরিক কর্মকর্তা।

১৯২৫ – ইয়ুলি ড্যানিয়েল, রাশিয়ান কবি ও লেখক।

১৯২৯ – এড অ্যাসনার, মার্কিন অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৩৬ – এইচ. বি. বেইলি – মার্কিন রেসিং কার ড্রাইভার। (মৃ. ২০০৩)

১৯৪০ – স্যাম ওয়াটারস্টন, মার্কিন অভিনেতা।

১৯৪৫ – মুফতি ফজলুল হক আমিনী বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞ।

১৯৫৪ – বারী সিদ্দিকী, বাংলাদেশের ফোক গায়ক এবং বংশীবাদক। (মৃ. ২০১৭)

১৯৫৯ – টিবর ফিসার, ইংরেজ লেখক।

১৯৬৮ – মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৬৮)

১৯৮২ – কালু উছে, নাইজেরিয়ান ফুটবল।

১৯৮৬ – সানিয়া মির্জা, ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড়।

১৯৯১ – শাইলিন উডলি, মার্কিন অভিনেত্রী।

১৯৯৩ – পাওলো দিবালা, আর্জেন্টিনীয় ফুটবলার।

মৃত্যুসম্পাদনাঃ

১৬২৯ – বেথলেন গ্যাবর, হাঙ্গেরির রাজা।

১৬৩০ – জোহান্নেস কেপলার, জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী।।

১৮৫৬ – মধুসূদন গুপ্ত, প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক। (জ.১৮০০)

১৯১৬ – হেনরিক সিয়েনকিয়েভিচ, নোবেলজয়ী পোলিশ ঔপন্যাসিক।

১৯১৯ – আলফ্রেড ভের্নের, নোবেলজয়ী সুইস রসায়নবিদ।

১৯২৩ – পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক-সম্পাদক। (জ. ১৮৬৬)

১৯৫৯ – চার্লস উইলসন, পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।

১৯৭০ – কালীপদ পাঠক, প্রখ্যাত বাঙালি টপ্পাগায়ক। (জ. ১৮৯০)

১৯৮১ – এনিড মারকেয়, মার্কিন অভিনেত্রী।

১৯৮৬ – মুহাম্মাদ তাকি মোদাররেস রাজাভি, ইরানের আলেম, গবেষক ও সাহিত্যিক।

১৯৮৭ – শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। (জ. ১৯২৯)

২০০১ – শ্রীস্বপন কুমার, শ্রীভৃগু, ডাক্তার এস এন পাণ্ডে নামে পরিচিত গোয়েন্দা কাহিনীকার, জ্যোতিষী ও ডাক্তার সমরেন্দ্র নাথ পাণ্ডে।(জ.১৯২৭)

২০০৫ – আরটো সাল্মিনেন, ফিনিশ সাংবাদিক ও লেখক।

২০২০ – সৌমিত্র চট্টোপাধ্যায়, দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কিংবদন্তী ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার। (জ. ১৯৩৫)

২০২১ – বাংলাদেশী সাহিত্যিক হাসান আজিজুল হক।(জ. ০২/০২/১৯৩৯)

দিবসঃ

মার্কিন যুক্তরাষ্ট্র – আমেরিকা recycles দিবস।

আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।

ফিলিস্তিন – স্বাধীনতা দিবস, একতরফাভাবে 1988 সালে ঘোষিত।

নিবেদনেঃ-
সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)
তথ্য সূত্র সংগৃহীতঃ
উইকিপিডিয়া, এবং গুগল।

পক্ষেঃ- কাব্য কথা – Literature Community.

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি