1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ১৮ ডিসেম্বর ২০২২ - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ১৮ ডিসেম্বর ২০২২

জান্নাতুল ফেরদৌস অবধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

আজ শনিবার,
০৩রা পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ।
২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৪ হিজরী।
১৮ই ডিসেম্বর, ২০২২ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী।

ঘটনাবলীঃ-
১৩৯৮ – তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন।
১৮৬৫ – মার্কিন সংবিধানের ১৩শ সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।
১৯১২ – মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
১৯৬৯ – ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
১৯৭১ – সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৭২ – সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।
১৯৯৯ – স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।

জন্মঃ-
১৮২৪ – লালবিহারী দে,বৃটিশ ভারতীয় সাংবাদিক ও খ্রিস্টান মিশনারি।(মৃ.২৮/১০/১৮৯২)
১৮৫৬ – জে জে টমসন, ইংরেজ পদার্থবিদ্ এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.৩০/০৮/১৯৪০)
১৮৭০ – সাকি, ব্রিটিশ ছোট গল্পকার (মৃত্যু: ১৯১৬)
১৮৭৮ – জোসেফ স্ট্যালিন, জর্জিয়ান-রাশিয়ান মার্শাল এবং রাজনীতিবিদ, ৪র্থ সোভিয়েত ইউনিয়ন প্রধান। (মৃত্যু:০৫/০৩/১৯৫৩)
১৮৯০ – এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, মার্কিন প্রকৌশলী, এফএম রেডিওর জনক। (মৃ.৩১/০১/১৯৫৪)
১৯৩০ – সাহিত্যিক-সাংবাদিক শহীদ সাবের।
১৯৩৯ – হ্যারল্ড ইলিয়ট ভারমাস, মার্কিন জীববিজ্ঞানী এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪৬ – স্টিভেন স্পিলবার্গ, মার্কিন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার, ড্রিমওয়ার্কসের সহ-প্রতিষ্ঠাতা।
১৯৫০ – শরৎ ফনসেকা, শ্রীলংকার জেনারেল ও রাজনীতিবিদ।
১৯৫২ – সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক।(জ.১৮/১০/১৮৮৭)
১৯৬১ – লালচাঁদ রাজপুত, সাবেক ভারতীয় ক্রিকেটার।
১৯৬৩ – ব্র্যাড পিট, মার্কিন অভিনেতা এবং প্রযোজক।
১৯৭৫ – সিয়া, অস্ট্রেলিয়ান গায়িকা-গীতিকার।
১৯৮৬ – উসমান খাজা, পাকিস্তানি-অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৮ – ইমাদ ওয়াসিম, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮৯ – আল্লামা ইকবাল অনিক, বাংলাদেশী সাংবাদিক ও লেখক।

মৃত্যুঃ-
১৯৭৩ – কমরেড মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।(জ.০৫/০৮/১৮৮৯)
১৯৮৩ – প্রফুল্লচন্দ্র ঘোষ,ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। (জ.২৪/১২/১৮৯১)
১৯৮৪ – শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী। (জ.১৯০৮)
১৯৯৬ – বামপন্থী সাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক ননী ভৌমিক। (জ.১৯২১)
২০০৪ – বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
২০০৬ – বিকাশ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।(জ.২১/০৬/১৯৪০)

দিবসঃ-
আন্তর্জাতিক অভিবাসী দিবস (জাতিসংঘ)
সুপ্রিম কোর্ট দিবস (বাংলাদেশ)

নিবেদনেঃ-
সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)
তথ্য সূত্র সংগৃহীতঃ
উইকিপিডিয়া এবং গুগল।

পক্ষেঃ- কাব্য কথা – Literature Community.

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি