1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ১৯ ডিসেম্বর ২০২২ - দৈনিক সপ্তস্বরা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ১৯ ডিসেম্বর ২০২২

জান্নাতুল ফেরদৌস অবধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আজ সোমবার,
০৪ঠা পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ।
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৪ হিজরী।
১৯শে ডিসেম্বর, ২০২২ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী।

ঘটনাবলী
সম্পাদনা
১১৫৪ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।
১৬৭৫ – দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।
১৬৮৮ – রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।
১৮৮৯ – হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৮৯১ – কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
১৯৪১ – জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
১৯৪২ – ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।
১৯৫৭ – মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু।
১৯৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৯১ – মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।
১৯৯৬ – চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

জন্মঃ-
১৬৮৩ – স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।
১৮৫২ – এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৮৭৩ – বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (মৃ.০৬/০২/১৯৪৬)
১৮৭৫ – মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
১৯০২ – রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৮৩)
১৯০৪ – ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম।(মৃ.০৬/০৪/১৯৯০)
১৯০৬ – সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।
১৯০৮ – প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।(মৃ.১৩/১১/১৯৮০)[১]
১৯১০ – জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
১৯৩৪ – প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।

মৃত্যুঃ-
১৭৩৭ – জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।
১৮৬০ – লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল।(জ.২২/০৪/১৮৯২)
১৯১১ – মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। (জ.১৩/১১/১৮৪৭)
১৯১৮ –
রাধাগোবিন্দ কর,বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক। (জ.২৩/০৮/১৮৫২)
অজিতকুমার চক্রবর্তী,রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ রূপায়ণকারী, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব।(জ.১৮৮৬)
১৯২৭ –
রামপ্রসাদ বিসমিল,মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবী ।(জ.১১/০৬/১৮৯৭)
আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.২২/১০/১৯০০)
১৯৮৪ – আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।
১৯৮৭ – ড. খায়রুল বশর, গবেষক ও প্রাবন্ধিক।
২০২০ – পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলি মুনির আল জুনদি।

দিবসঃ-
বাংলা ব্লগ দিবস।

নিবেদনেঃ-
সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)
তথ্য সূত্র সংগৃহীতঃ
উইকিপিডিয়া এবং গুগল।

পক্ষেঃ-
দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন &
কাব্য কথা – Literature Community. — কর্তৃপক্ষ।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি