1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ১৯ মার্চ ২০২৩ - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ১৯ মার্চ ২০২৩

সরদার রাকিবুল ইসলাম বনসাই
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আজ রবিবার,
০৫ই চৈত্র, ১৪২৯বঙ্গাব্দ।
২৬শে শা’বান, ১৪৪৪ হিজরী।
১৯শে মার্চ, ২০২৩ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নের নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

সুপ্রিয় পাঠক চলুন জেনে আসি বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলীর স্মরণিকা।

১৯ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৮তম (অধিবর্ষে ৭৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৭ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী :
১৯৪৪ – উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে।
১৯৪৮ – পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন।
১৯৭১ – পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা৷
১৯৭২ – বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৭ – বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে জয় দিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখে।

জন্ম :
১৮১৩ – স্কটিশ চিকিৎসক খ্রীষ্ট ধর্মপ্রচারক ও মহান মানবতাবাদী অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন। (মৃ.১৮৭৩)
১৮২১ – ব্রিটিশ সৈনিক, ভূগোলবিদ ও কূটনীতিক রিচার্ড ফ্রান্সিস বার্টন।
১৯০২ – ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(মৃ.১৯৭২)
১৯১৯ – বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর।
১৯৫২ – হার্ভি ওয়াইনস্টিন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫৫ – ব্রুস উইলিস, জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রজোযক ও সঙ্গীতশিল্পী।
১৯৭৩ – অ্যাশলি জাইলস, ইংরেজ ক্রিকেটার ও কোচ।
১৯৭৬ – ইতালিয়ান ফুটবলার আলেসান্দ্রো নেস্টা।
১৯৮৪ – ভারতীয় মডেল ও অভিনেত্রী তনুশ্রী দত্ত ।

মৃত্যু :
১৯০৯ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী চারুচন্দ্র বসু।(জ.১৮৯০)
১৯৪৭ – আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক ছিলেন।
১৯৫০ – এডগার রাইস বারোজ, মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক।
১৯৭৩ – হেমেন গাঙ্গুলী ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক।(জ.১৯২৫)
১৯৮৭ – লুই দ্য ব্রয়, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৯৯৭ – পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।(জ.১৯৩১)
২০০১ – আবু জাফর ওবায়দুল্লাহ. বাংলাদেশের প্রখ্যাত কবি।
২০০৮ – ব্রিটিশ অভিনেতা পল স্কোফিল্ড।
২০০৮ – ব্রিটিশ সায়েন্সফিকশন লেখক আর্থার সি ক্লার্ক ।
২০১৬ – বাংলাদেশের প্রথম নিউরো সার্জন ডা. রশিদ উদ্দিন ।
২০২২ – বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।(জ. ০১/০২/১৯৩০)
২০২২ – বাংলা একাডেমির ফেলো, সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম।(জ. ২১/০৮/১৯৩৬)

নিবেদনেঃ-
সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)

তথ্য সূত্র সংগৃহীতঃ-
উইকিপিডিয়া এবং গুগল।

পক্ষেঃ-
দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন &
কাব্য কথা – Literature Community. — কর্তৃপক্ষ।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি