1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ২১ ফেব্রুয়ারী, ২০২৩ - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ২১ ফেব্রুয়ারী, ২০২৩

জান্নাতুল ফেরদৌস (অবধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

আজ মঙ্গলবার,

০৮ই ফ্লাগুন, ১৪২৯বঙ্গাব্দ।

২৯শে রজব, ১৪৪৪ হিজরী।

২১শে ফেব্রুয়ারী, ২০২৩ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নের নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

সুপ্রিয় পাঠক চলুন জেনে আসি বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলীর স্মরণিকা

২১ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫২তম দিন। বছর শেষ হতে আরো ৩১৩ (অধিবর্ষে ৩১৪) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী:

১৮৪৮ – কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট। ম্যানিফেস্টো তথা কমিউনিস্ট ইস্তেহার

১৯০১ – সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।

১৯১৬ – জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।

১৯৪৬ – বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।

১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) – বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।

১৯৬৫ – মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

২০০০ – বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।

 

জন্ম:

১৮১৫ – ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া

১৮৭৬ – রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি

১৮৭৮ – ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা জন্ম গ্রহণ করেন। (মৃ.১৭/১১/১৯৭৩)

১৮৯১ – নির্মলেন্দু লাহিড়ী বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা ।(মৃ.২৮/০২/১৯৫০)

১৮৯৪ – শান্তি স্বরূপ ভাটনগর প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী ।(মৃ.০১/০১/১৯৫৫)

১৯২৭ -অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।(মৃ.০৩/০৯/২০০৭)

১৯৩০ – গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার।(মৃ.২০১৫)

১৯৪৭-

বিশ শতকের সত্তর দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র।

মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৫০ – একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফ‌কির আলমগীর। (জ. ২৩/০৭/২০২১)

১৯৬১ – অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ।

১৯৭০ – মাইকেল স্লেটার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

 

মৃত্যু:

১৬৭৭ – বারুক স্পিনোজা, একজন ওলন্দাজ দার্শনিক।

১৯৫২ – আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ ।

১৯৫৮ – ডানকান এডওয়ার্ডস, একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।

১৯৬৫ – মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী‌ ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৬৮ – হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯৯৩ – অখিল নিয়োগী স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি। জ.২৫/১০/১৯০২)

২০১২ – শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর।(জ.২১/০১/১৯৩৩)

২০২২ – প্রখ্যাত ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। (জ.১৯৩১)

 

দিবস:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো

শহীদ দিবস, বাংলাদেশ

 

নিবেদনেঃ-

সরদার রাকিবুল ইসলাম (বনসাই)

জান্নাতুল ফেরদৌস (অবধি)

 

তথ্য সূত্র সংগৃহীতঃ-

উইকিপিডিয়া এবং গুগল

 

পক্ষেঃ-

দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন &

কাব্য কথা – Literature Community. — কর্তৃপক্ষ।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি