1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ২২ ডিসেম্বর ২০২২ - দৈনিক সপ্তস্বরা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ২২ ডিসেম্বর ২০২২

জান্নাতুল ফেরদৌস অবধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

আজ বৃহস্পতিবার,
০৭ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ।
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৪ হিজরী।
২২শে ডিসেম্বর, ২০২২ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী।

ঘটনাবলীঃ-
১৬৯৩ – ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
১৭১৬ – ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
১৮১০ – ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
১৮৫১ – ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
১৮৬৯ – মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।
১৯৩৭ – চালু হয় লিংকন টানেল।
১৯৩৯ – জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
১৯৪২ – কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
১৯৪৪ – ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
১৯৫৬ – ফ্রান্স এবং বৃটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।
১৯৫৮ – দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬৫ – বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।
১৯৭১ – কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
১৯৭১ – বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ – বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
১৯৭২ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৯৮৬ – সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
১৯৮৮ – স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
১৯৮৯ – রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
১৯৯৩ – দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
১৯৯৫ – ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

জন্মঃ-
১১৭৮ – জাপানের সম্রাট আনটুকু।
১৮০৪ – বেঞ্জামিন ডিজরেলি।
১৮৫৩ – সারদা দেবী, ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।(মৃ.২০/০৭/১৯২০)
১৮৫৭ – বাঙালি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং লেখক সুন্দরীমোহন দাস।(মৃ.১৯৫০)
১৮৮৭ – শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।(মৃ.২৬/০৪/১৯২০)
১৯৪৮ – মেরি আর্চার, ব্রিটিশ বিজ্ঞানী।
১৯৮৩ – জেনিফার হকিংস, মিস ইউনিভার্স ২০০৪।

মৃত্যুঃ-
১৫৭২ – ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কো।
১৬৬৬ – ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনো।
১৬৬৮ – ইংরেজ চিত্রকর স্টিফেন।
১৭৯৭ – রাজা নবকৃষ্ণ দেব,কলকাতার শোভাবাজার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও কলকাতায় প্রথম দুর্গাপূজার সূচনাকারী।(জ.১০/১০/১৭৩৩)
১৮৮০ – ইংরেজ ঔপন্যাসিক,সাংবাদিক, অনুবাদক জর্জ ইলিয়ট।(জ.২২/১১/১৮১৯)
১৯৫৮ – তারকনাথ দাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী।
১৯৬৫ – পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।(জ.১৯১৮)[১]
১৯৮৬ – কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন।
১৯৮৭ – চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন।
১৯৮৯ – নোবেলজয়ী [১৯৬৯] আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকিট।
১৯৯১ – মির্জা নূরুল হুদা, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৯২ – চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গণেশ ঘোষ। (জ.২২/০৬/১৯০০)
১৯৯৫ – কমিউনিস্ট নেতা আবদুল হক।

দিবসঃ-
সশস্র বাহিনী দিবস, ভিয়েতনাম।
মা দিবস, ইন্দোনেশিয়া।
জাতীয় গণিত দিবস, ভারত।

নিবেদনেঃ-
সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)
তথ্য সূত্র সংগৃহীতঃ
উইকিপিডিয়া এবং গুগল।

পক্ষেঃ-
দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন &
কাব্য কথা – Literature Community. — কর্তৃপক্ষ।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি