1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি - ২৫ ডিসেম্বর, ২০২২ || দৈনিক সপ্তস্বরা - দৈনিক সপ্তস্বরা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন

আজকের স্মরণ পঞ্জি – ২৫ ডিসেম্বর, ২০২২ || দৈনিক সপ্তস্বরা

SRI Bonsai
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

আজ রবিবার,

১০ই পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ।

২৫শে ডিসেম্বর, ২০২২ ইংরেজি।

 

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

 

চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী।

 

২৫ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৯তম (অধিবর্ষে ৩৬০তম) দিন। বছর শেষ হতে আরো ছয় দিন বাকি রয়েছে।

 

ঘটনাবলীঃ-

১০০০ – ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১০৬৬ – উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬৯১ – রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।

১৭৫৮ – হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।

১৭৭১ – দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।

১৮৪৮ – নিউ হ্যাভেন রেলপথ চালু হয়।

১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯২৬ – সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।

১৯২৭ – ভিয়েতনাম ন্যাশনালিস্ট পার্টি গঠিত হয়।

১৯৪৫ – ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।

১৯৬৪ – ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।

১৯৬৮ – ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।

১৯৭৪ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দান করেন ।

১৯৮৯ – রোমানিয়ার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাই চসেস্কু সস্ত্রীক নিহত হন।

১৯৯১ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।

১৯৯১ – মস্কোর ক্রেমলিন শীর্ষে ৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে-হাতুড়ি চিহ্নিত লাল পতাকা নামিয়ে ফেলা হয়। তার স’লাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।

১৯৯৮ – রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলটসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।

 

জন্মঃ-

১৬৪২ – ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন।(মৃ.৩১/০৩/১৭২৭)

১৭২১ – ইংরেজ কবি উইলিয়াম কলিন্সের।

১৮৬১ – পণ্ডিত মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ,স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি।(মৃ.১২/১১/১৯৪৬)

১৮৭৬ – মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।(মৃ.১১/০৯/১৯৪৮)

১৮৮৯ – চৌধুরী খালিকুজ্জামান, পূর্ব বাংলার গভর্নর।

১৮৯১ – ক্ল্যারি গ্রিমেট, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯১১ – ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (মৃ.২১/১০/১৯৯৮)

১৯১৮ – মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।

১৯১৯ –

বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ।

ভারতের সংগীত পরিচালক নওশাদ আলী।(মৃ.০৫/০৫/২০০৬)

করুণা বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে “সর্বজয়া” ভূমিকায় অবতীর্ণ প্রখ্যাত বাঙালি অভিনেত্রী।(মৃ.১২/১১/২০০১)

১৯২৩ – মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি।

১৯২৪ – অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। (মৃ.১৬/০৮/২০১৮)

১৯২৭ – রাম নারায়ণ, ভারতীয় সঙ্গীতজ্ঞ।

১৯৩৪ – সত্য সাহা, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৪৮ – হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।(মৃ.০৬/০৬/১৯৭২)

১৯৬৮ – সঞ্জীব চৌধুরী, বাংলাদেশী সংগীতশিল্পী ও সাংবাদিক।

১৯৮০ – আনিফ রুবেদ, বাংলাদেশী কথাসাহিত্যিক।

 

মৃত্যুঃ-

১৯৪৮ – কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি। (জ.১৮৭৫)

১৯৬১ – ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক। (জ.১৮৮০)

১৯৭৭ – চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা।(জ.১৬/০৪/১৮৮৯)

১৯৮০ – চীনের বিখ্যাত ঐতিহাসিক কু চিয়েকাং পেইচিংয।

১৯৮৮ – চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের মৃত্যুবার্ষিকী

২০১৪ – জিওফ পুলার, ইংরেজ ক্রিকেটার।

২০১৬ – জর্জ মাইকেল, ব্রিটিশ গায়ক। [১]

২০১৮ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি। (জ.১৯/১০/১৯২৪)

 

দিবসঃ-

শিশু দিবস (ক্যামেরুন, কেন্দ্রীয় আফ্রিকা প্রজাতন্ত্র, চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, গাবন, কঙ্গো)

খ্রিস্টান ভোজন দিবস:

আনাস্তাসিয়া অব সারমিয়াম (ক্যাথলিক গির্জা)

২৫শে ডিসেম্বর (প্রাচ্য অর্থোডক্স ধর্মীয় উদ্‌যাপন)

বড়দিন, যিশুর জন্মদিবসের স্মরণে উদযাপিত খ্রিস্টানদের ছুটির দিন। (আন্তর্জাতিক)

সংবিধান দিবস (তাইওয়ান)

গুড গভরন্যান্স দিবস (ভারত)

মালখ-উৎসব (চেচনিয়া এবং ইঙ্গুশেতিয়ার নাখ ব্যক্তিগণ)

কায়েদে আজম দিবস (পাকিস্তান)

তাকানাকুয় (চুম্বিভিল্কাস প্রদেশ, পেরু)

 

নিবেদনেঃ-

সরদার রাকিবুল ইসলাম (বনসাই)

জান্নাতুল ফেরদৌস (অবধি)

তথ্য সূত্র সংগৃহীতঃ

উইকিপিডিয়া এবং গুগল।

 

পক্ষেঃ-

দৈনিক সপ্তস্বরা ওয়েব ম্যাগাজিন &

কাব্য কথা – Literature Community. — কর্তৃপক্ষ।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি