1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
আজকের স্মরণ পঞ্জি -৭ নভেম্বর ২০২২ - দৈনিক সপ্তস্বরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

আজকের স্মরণ পঞ্জি -৭ নভেম্বর ২০২২

সরদার রাকিবুল ইসলাম বনসাই
  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

আজ সোমবার
২২ ই কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ।
১২ ই রবিউস সানি, ১৪৪৪ হিজরী।
৭ ই নভেম্বর ২০২২ ইংরেজি।

একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত। যুগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের। কিছু গৌরবের ঘটনা হয় ইতিহাস, সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।

চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী, গুনীজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী।

ঘটনাবলীসম্পাদনাঃ

১৬৫৯ – ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬৬৫ – বৃটেনের সরকারী প্রকাশনা দ্যা লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।

১৭৮৩ – ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।

১৮২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি মতবাদ ঘোষণা করেন।

১৮৯৩ – যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।

১৯১৬ – জ্যানেট র‌্যানকিম মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।

১৯১৭ – লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।

১৯৪১ – পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।

১৯৪৪ – ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।

১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।

১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।

১৯৮৭ – তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিয়া ক্ষমতাচ্যুত হন এবং আবেদিন বিন আলী নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮৮ – আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।

১৯৮৯ – কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।

১৯৯০ – মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত।

১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।

২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্ৰহ উৎক্ষেপণ করে চীন।

জন্মসম্পাদনাঃ

৯৯৪ – ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।

১৭২৮ – ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।

১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২০/০৫/১৯৩২)

১৮৬৭ – মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।(মৃ.০৪/০৭/১৯৩৪)

১৮৭৯ – লিওন ত্রোত্‌স্কি, সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।

১৮৮৮ – স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৭০)

১৯০৩ – কনরাড লরেঞ্জ, অস্ট্রিয়ান প্রাণিবিদ্যাবিত, নোবেল পুরস্কার বিজয়ী আর্থলজিস্ট ও পক্ষীবিদ।

১৯১৩ – আলবেয়ার কামু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূদ ফরাসী সাহিত্যিক।(মৃ.০৪/০১/১৯৬০)

১৯২২ – গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা। রাজাকার, যুদ্ধাপরাধী

১৯২৯ – এরিক ক্যান্ডেল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।

১৯৩১ – আমিনুল ইসলাম একজন বাংলাদেশী চিত্রশিল্পী।

১৯৪৩ – মাইকেল স্পেন্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭১- ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৭৮ – রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।

১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী

১৯৮১ – অনুষ্কা শেট্টি,ভারতীয় ছবির নায়িকা, যিনি প্রকৃতরুপে তেলুগু, তামিল ছবিতে কাজ করেন।

মৃত্যুসম্পাদনাঃ

১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।(জ.২৪/১০/১৭৭৫)

১৯২৩ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।(জ.২৫/০১/১৮৫৬)

১৯৬৮ – গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক।

১৯৭৫ – এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

২০১১ – হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার।

২০১২ – এলেন ডগলাস, আমেরিকান লেখক।

২০১৩ – রন ডেল্‌ও, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৯ – বাঙালি কবি,লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।(জ.১৩/০১/১৯৩৮)

দিবসঃ

জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস (ভারত)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশ

নিবেদনেঃ-
সরদার রাকিবুল ইসলাম (বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)
তথ্য সূত্র সংগৃহীতঃ
উইকিপিডিয়া, এবং গুগল।

পক্ষেঃ- কাব্য কথা – Literature Community.

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি