আজ শুক্রবার
২৫আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ
২৬জিলকদ ১৪৪২ হিজরী
০৯-০৭-২০২১ ইংরেজি
একটা সুন্দর, সমৃদ্ধ, স্বচ্ছ বর্তমান আগামী দিনের অতীত যাগে যুগে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক ইতিহাস রচনা করেছেন এবং রচনা করেছেন। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলবেদনা। ঘটে যাওয়া ঘটনা-কিছু সমৃদ্ধ অতীত জন্ম দেয় ইতিহাসের।কিছুর গৌরবের ঘটনা হয় ইতিহাস,সেই ইতিহাস একটা প্রজন্মকে ভাবায়।
চলুন জেনে নেওয়া যাক বিশিষ্ট জ্ঞানী,গুনীজজনদের সম্পর্কে ও ইতিহাসে আজকের এই দিনের
ঘটনাবলীসম্পাদনাঃ
৬২৮ – হযরত রাসূলুল্লাহ (সা.) কর্তৃক রাজন্যবর্গের নামে পত্র প্রেরণ।
৭৪২ – ইমাম ইবন শিহাব যুহরীর ইন্তেকাল ।
১৮১০ – নেপোলিয়ানের অধীনে হল্যান্ড ফরাসী সাম্রাজ্যের অধিভুক্ত হয়।
১৮১৬ – আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৮৭৭ – উইম্বলডন প্রতিযোগিতার উদ্বোধন হয়।
১৯১৯ – জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন।
১৯৪১ – সোভিয়েত ইউনিয়নের পসকভ অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর দখলে চলে যায়।
১৯৪৬ – শ্যামদেশের রাজা আনন্দ মাইদল আততায়ীর হাতে নিহত।
১৯৪৮ – এক মাস যুদ্ধ বিরতির পর আরব ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়।
১৯৫৫ – নিউক্লিয়াস অস্ত্র প্রতিযোগিতার বিরুদ্ধে রাসেল আইনস্টাইনের ইশতেহার প্রকাশ।
১৯৭১ – মরক্কোর বাদশা হোসেনের জন্মদিন অনুষ্ঠানে হামলা। ১০০ লোক নিহত।
১৯৭২ – দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ফিলিস্তিনের সংগ্রামী লেখক গাসান কানানিকে হত্যা করে।
১৯৭৩ – বাহামা স্বাধীনতা লাভ করে।
১৯৮৯ – আর্জেন্টিনায় ৬০ বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে কার্লোস মেনেসের শপথ গ্রহণ।
১৯৯১ – মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ। ২০৩২ সালের আগে এতো দীর্ঘ সূর্যগ্রহণ হবে না বলে ধারণা।
১৯৯৬ – বরিস ইয়েলৎসিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাশিয়ার পুনরায় চেচনিয়া আক্রমণ।
১৯৯৭ – শিরোপা নির্ধারণী ম্যাচে হলিফিল্ডের কানে কামড় দেয়ায় মাইক টাইসনের লাইসেন্স বাতিল। ৩০ লাখ ডলার জরিমানা।
২০০২ – আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির স্থলে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন।
২০১১ – সুদান থেকে পৃথক হয়ে যায় দক্ষিণ সুদান।
জন্মসম্পাদনাঃ
১৭৮৬ – জার্মান ভাস্কর রুডলফ শ্যাডো।
১৮১৯ – সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাউ।
১৮৫৮ – জার্মান-মার্কিন নৃবিজ্ঞানী ফ্রান্স বোয়াস।
১৯১৬ – এডওয়ার্ড হিথ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
১৯২১ – সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯২৫ – গুরু দত্ত নামে পরিচিত বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা।(মৃ.১০/১০/১৯৬৪)
১৯৩২ – যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড।
১৯৩৩ – অলিভার স্যাক্স, একজন স্নায়ু বিশেষজ্ঞ৷
১৯৩৮ – সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন।(মৃ.০৬/১১/১৯৮৫)
১৯৫৬ – টম হ্যাংক্স্, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৭ – টিম ক্রিং, মার্কিন চিত্রনাট্য রচয়িতা এবং টেলিভিশন প্রযোজক।
মৃত্যুসম্পাদনাঃ
৮৭৪ – হযরত বায়েজীদ বোস্তামী, সুফি ও ইসলাম ধর্মপ্রচারক।
১৭৯৭ – এডমান্ড বার্ক, অ্যাংলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ ও দার্শনিক।
১৮৫০ – জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।
১৮৫৬ – আমাদিও আভোগাদ্রো, ইতালীয় রসায়নবিদ।
১৯১১ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক, লেখক ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর রাজকুমার সর্বাধিকারী।(জ.১৮৩৯)
১৯২২ – ওগাই মোরি, জাপানি সাহিত্যিক।
১৯৩৪ – দীনেশচন্দ্র মজুমদার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। (জ.১৯০৭)
১৯৬৯ – সুখলতা রাও, শিশু সাহিত্যিক।(জ.২৩/১০/১৮৮৬)
১৯৮৫ – কবি ও সাহিত্যিক আহসান(?)।
১৯৯৪ – কিম ইল সুং, উত্তর কোরীয় রাষ্ট্রনায়ক।
১৯৯৯ – অশোক মিত্র, ভারতীয় দক্ষ প্রশাসক, সমাজ বিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক, বিশিষ্ট শিল্প ঐতিহাসিক ও শিল্প সমালোচক। (জ. ১৯১৭)
২০২০
সাহারা খাতুন, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। (জ. ১৯৪৩)
রঞ্জন ঘোষাল, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, গায়ক, গীতিকার, লেখক ও নাট্যব্যক্তিত্ব। (জ. ১৯৫৫)
নিবেদনেঃ
সরদার রাকিবুল ইসলাম(বনসাই)
জান্নাতুল ফেরদৌস (অবধি)
তথ্য সূত্র সংগৃহীতঃ
উইকিপিডিয়া, এবং গুগল।