আজ শনিবার (১৯ নভেম্বর) বিশ্ব পুরুষ দিবস। আজকের দিনটি পুরুষের জন্য বিশেষ। বিশ্বজুড়ে পুরুষ দিবস পালনের বেশকিছু কারণও রয়েছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো আদর্শ পুরুষদের কথা আরও বেশি করে সবাইকে জানানো। পরিবারের খেয়াল রাখে, কাজে পরিশ্রমী এমন পুরুষরা আমাদের সমাজে রোল মডেল। তাদের গল্প সবাইকে বলাই হোক দিনটির মূল লক্ষ্য।
পুরুষরা রোজকার জীবনে অনেক দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে বাড়ির সদস্যদের খেয়াল রাখা, শিশুর যত্ন নেয়া, তাদের পড়াশোনার দায়িত্ব নেয়া কিংবা বড় করে তোলা। সেসঙ্গে রয়েছে জীবনসঙ্গী এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভালো থাকা নিশ্চিতের ভার। সমাজের প্রতিটি পুরুষের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়ার দিন এটি। একজন পুরুষ হাসিমুখে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বলা যায় দায়িত্বের ধারক তারা।
মূলত ১৯৬০ সালে এমন একটি দিন পালনের কথা অনেকেই জানাতে শুরু করেন। বিশ্ব নারী দিবস পালন করা শুরু হলে এই দাবি আরও জোরালো হয়। শুধু নারী নয়, সমাজে অনেক পুরুষও বৈষম্যের শিকার হন। তাদের জীবনেও কষ্টের অনুভূতি থাকে। পৃথিবীর সব পুরুষের দায়িত্বের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করার দিন আজ। পুরুষ দিবস সমতার কথা বলে। ঐক্যের কথা বলে। পুরুষ পরাজিত হলেও পরিবার, সঙ্গিনী কিংবা রণক্ষেত্র ছেড়ে যায় না। তাই পুরুষদের প্রতি বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।