উপরের আকাশটায় যতটা সুখ সুখ মোহ!
নিচের নির্মমতা ঠিক ততোটাই ভয়াবহ।
কল্পনায় আঁকা স্বপ্নগুলো যতোটা রঙিন!
বাস্তবতা তার চেয়ে বেশি ঝাপসা, সাদা-কালো।
বেলা শেষে অবধিকে পেলেই বুঝতে পারি,
দুঃখের শেষে সুখ কতোটা মধুর হতে পারে!🥰🥰🥰🥰🥰
স্বপ্ন দেখি, বাঁচতে শিখি, হাসতে শিখি, ভাবতে শিখি, জীবনটা সাজাতে শিখি জীবনের মতো করে; অনুভবে, অনুভূতিতে, অনুপ্রেরণায় যখন থাকে একটা অবধি। 🥰🥰🥰🥰🥰🥰
একটি মূহুর্ত। কতো প্রতীক্ষার, কতো আকাঙ্খার, কতো গণনার অবসান। কারো কাছে একটি দিন মাত্র, কারো কাছে শুভ কামনাতে শেষ। কারো কাছে সারা বছর শেষে মনে করার সময়, আবার কারো কাছে সংখ্যা পরিবর্তন। আর বনসাইয়ের কাছে পৃথিবীর সবচেয়ে সুউচ্চ জায়গায় অধিষ্ঠিত ভালো লাগা নয়, বরং তারও অধিক কোনো এক আলাদা অনুভূতির কাঙ্খিত লগ্ন। 🥰🥰🥰🥰🥰
একটা সাদা কাগজের শত প্রতিক্ষার, তুমিই সেই রঙের বাহার।
তুমি কষ্টের অবয়বে ভালোবাসা জড়ানোর, বাসনার উপসংহার।
তুমি মরুর বুকে মায়া দৃষ্টিতে, শীতল অনুভূতি।
তুমি বিশাখা হয়ে ভাবনা জুড়ে, বনসাইয়ের প্রতিশ্রুতি।
তুমি ছন্দের শহরে সুরের মিনারে, দারুণ হৃদয়স্পর্শী।
তুমি শাসন বারণ আদরে আদরে, আবার ভালোবাসা-বাসি।
তুমি রাগ-অনুরাগ অভিমান শেষে, মিষ্টি একটা হাসি।
তুমি প্রাচীর ভেঙে ভেঙে হৃদয় ছোঁয়া, মধুময় সুখের বাঁশি।
তুমি ভালোবাসা পেলে আহ্লাদী হয়ে, ভালোবেসে যতো আবদার।
তুমি মহান নারী, হৃদয় প্রহরী, জীবনের শ্রেষ্ঠ উপহার। 🥰🥰🥰🥰🥰
যেথায় থাকি, সারাক্ষণে রাখি অলীক মনটা তোমায়।
ভুল হয়ে গেলে ক্ষমা করে দিয়ো, তোমারই তো অনুনাদ। 🥰🥰🥰🥰🥰
অনেক অনেক শুভ কামনা আমার অবধি। নতুন দিনে নতুন করে নয়, বরং বনসাইয়ের সেই হৃদয়ের সেরা জায়গা থেকেই সেরা ভালোবাসাটাই রেখে দিলাম এই অবধিটার জন্য। প্রতিটা মূহুর্তে, প্রতিটা ক্ষণে, প্রতি অনুক্ষণে বনসাই যত্নে রাখবে সেই ভালোবাসাকে। একটুও অযত্ন, অবহেলায় হারাবে না। শেষ দিনটাতেও হৃৎপিণ্ড অক্লান্ত থাকবে সেই ভালোবাসাকে যত্ন করতে। সব চেয়ে দামি উপহারটাই রক্ষিত রাখলাম বনসাইয়ের বিশাখার জন্য। যদি জয় করতে পারে অবধির মন তবেই সার্থক অবধির হৃৎপিণ্ডের অনুনাদ।
শুভ জন্মদিন আমার অবধি 🥰🥰🥰🥰🥰
শুভ জন্মদিন বনসাইয়ের বিশাখা 🥰🥰🥰🥰🥰
সেরা ভালোবাসাটা তোমারই জন্য 🥰🥰🥰🥰🥰🙏
ইতি,
বিশাখার হৃৎপিণ্ডের অনুনাদ।