কলমে:- সরদার রাকিবুল ইসলাম(বনসাই)
একটু আদর দিয়ো,
আদরাক্রান্ত মন আরো আদর চাই!
আমি যে এক বড্ড লোভী!
যেখানে একটু আদর পেয়েছি,
আর ফিরে আসতে পারিনি।
আমি হয়তো তোমায় পয়সা দিতে পারবো না।
কিন্তু, ভালোবাসা আছে আমার।
যত খুশি নিয়ে নিয়ো।
তবে হ্যাঁ, দিন শেষে একটু আদর দিয়ো।
সামান্য নরম সুরে আমি দুঃখ ভুলতে পারি।
আবার, এক পাহাড় কষ্টের ভিড়েও অশ্রু থামাতে জানি।
ইচ্ছে মতো শাসন করো, নিয়মে কিংবা অনিয়মে।
আমি মাথা পেতে নিবো।
আবার, দিন অন্তে সব ভুলেও যাবো।
শুধু, শাসন শেষে একটু আদর দিয়ো।
অবধির মুখে বনসাই ডাকটা,
কেন যেন হৃদয়স্পর্শী লাগে!!
কি ছিলো ওই ডাকে?
পৃথিবী জয় করা কোনো পাসওয়ার্ড তো ছিলো না!
ছিলো না কোনো গুপ্ত ধনের মেসেজ।
তবে, ছিলো হৃদয় সিক্ত কিছু আদর।
আমিও আর ফিরতে পারিনি, থেকেই গেলাম।
ওইযে! আমি তো এক আদর বিলাসী।
অসাধারণ লেখা। ধন্যবাদ স্নেহের ছোট বোন