কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব জমে উঠেছে। আজ বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় বাচা-মরার ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং পোল্যান্ড। এই ম্যাচকে ঘিরে এখন যতো আলোচনা।
ফিফা সূত্রে জানা গেছে, এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। এই ম্যাচে ড্যানি মেকেলিয়ের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ। মাত্র ১৬ বছর বয়সে রেফারি হিসেবে কাজ শুরু করা ড্যানি মেকেলিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম প্রদেশে পুলিশ ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। এছাড়া রিয়েল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।