পর্ব (২১১) “অর্পণ’ উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
খাবার কক্ষে এলেন, দুজনের কেহ কোন বাক্য বিনিময় করিতেছে না,এক সময় নিরবতা ভাঙিয়া অর্পণ বলিলো “কি সিদ্ধান্ত্য লইলেন কাকাবাবু? আপনার বাক্যর উপর নির্ভর করিতেছে রেখার জামিন” “অর্পণ অর্থের অংকটা একটু কম করা যাইবে না?” “কাকাবাবু আপনার কি মনে হয় আমি ঐ অর্থ হইতে কিছুটা নিজ হেফাজতে রাখিবো? এতো দিনে আপনি আমাকে চিনতে মনে হয় ভুল করিযাছেন” “না আমি ওভাবে বলতে চাহি নাই আমি বলিতে চাহিয়াছি, যে ব্যারেস্টারের নিকট মামলা পরিচালনার দায়ীত্ব দিয়াছো তাহাকে বলিয়া কিছু অর্থ যদি কম করা যাইতো তাহা হইলে ভাল হইতো” “থাক কাকাবাবু একটা সন্দেহের দানা আপনার মনে বাধিয়া গিয়াছে, তথাপি রেখার জামিনের সকল অর্থ আমি নিজে আয়োজন করিবো’ “না বাবা আমার ঘাট হইয়াছে আমি তোমার সকল সর্ত মানিয়া লইলাম, তাহাছাড়া তুমি এতো অর্থ কোথায় পাইবে?” “সেটা আপনার না ভাবিলে ও চলিবে,