পর্ব (২১২) “অর্পণ’ উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
তাহা হইলে আপনি ঠিক দশ ঘটিকায় সময় আদালত চত্তরে চলিয়া আসিবেন, আমি ঠিক সময়ে দুরাভাষ যন্ত্রের মাধ্যমে আপনাকে খুঁজিয়া লইবো, আমি এই মুহুর্তে যাইতেছি আমার কিছু কর্ম রহিয়াছে” “অর্পণ একটু দাঁড়াও, এই থলিটা নিজের নিকট রাখিয়া দাও, এটার মধ্যে কুড়ি লক্ষ অর্থ রহিয়াছে, যেটা তোমার ব্যারেস্টারকে প্রদান করিতে হইবে, ঐ থলিটা আপনার নিকটে রাখিয়া দিন, প্রয়োজনে আমি চাহিয়া লইবো, তাহাছাড়া আমি দরিদ্র গৃহের সন্তান তো তাই এতো অর্থ কোন দিন হস্তে লওয়া তো দুরে থাক এহো জন্মে কোন দিন চর্মচক্ষুতে দর্ষণ করিনাই, চিত্তে যদি লোভ আসিয়া যায় আর তখন আপনার অর্থ বিনষ্ট করিয়া ফেলি, বলাতো যায়না সকলের মস্তকের কুন্তলের রং কালো কাহাকে আপনি বলিবেন ভাল,আর সেই কালো কুন্তেলের রংয়ের মাঝে আমিও আছি,অর্থ বড় খারাপ বস্তু,তাহা হইলে ঐ বাক্যই রহিলো