পর্ব (২১৬) “অর্পণ’ উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
মনি?” “ভাল তুমি ভালতো?” “হ্যা” বলিয়া নিজ কক্ষে প্রবেশ করিয়া পত্রখানায় চক্ষুদ্বয় রাখিয়া বিস্তারিত পড়িয়া সে অবাক হইলো, অর্পণ তাহার কেরিয়ারকে বাজি রাখিয়া এবং নিজের আয়ের কুড়িলক্ষ অর্থ ধ্বংস করিয়া আমাকে কারাগার হইতে বাহির করিলো কি স্বার্থে পরের পুত্র অপরের জন্য কেহ কি করে? তাহা হইলে কি পরবর্তিতে তাহার কি কোন মাষ্টারপ্লান রহিয়াছে?নাকি আমার ও আমার পিতাকে চমক দেখানোর জন্য এমন কর্ম করিয়াছে, অন্যদিকে আমাকে বিবাহ করিয়া আমার পিতার সহায় সম্বল গ্রাস করিবার সড়যন্ত্র মাত্র, কি হইতে পারে? আমাকে জানিতে হইবে,ঐ কুড়িলক্ষ অর্থ দিয়া কোলকাতা শহরে একটি ফ্লাট ক্রয় করিয়া সাচ্ছন্দে জীবন যাপন করিতে পারিতো, অথবা একটা বড় ব্যবসা করিয়া ধনির কাতারে নিজের নামটি লিখাইতে পারিত,কিন্তু তাও তো হবার নয়,সে আমাকে পাত্তাও দেয়না, যদি তাহার মাঝে লোভ ও লালসার বিন্দুমাত্র লেশ থাকিত