পর্ব (২১৭) “অর্পণ’ উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
তাহা হইলে এতোদিনে কিছুটা হইলেও আচ করিতে পারিতাম, নাকি শ্রেষ্ঠ মানব হইয়া আমাদেরকে ইমপ্রেস করিবার ধান্দবাজি করিতেছে? এতো ভাবিয়া কর্ম নাই দেখাযাক নাটকের পরবর্তী দৃশ্যে কি ঘটে,এমন সময় অর্পণ গৃহে প্রবেশ করিলো, কিছুক্ষন অতিবাহিত হইবার পরে ভোলানাথ সকলকে চা জল খাবারের জন্য খাবার কক্ষে আমন্ত্রণ জানাইলো, সকলে একত্রে চা জল খাবারের এক মুহুর্তে নিশিথবাবু বলিলেন, “আমার একটা আলোচনা ছিল, আমি তোমাদের সহিত শেয়ার করিতে চাই” “বলুন কাকাবাবু আমার হস্তে এখন প্রচুর পরিমানে সময় রহিয়াছে,বলুন কাকাবাবু নির্দিধায় বলুন” “আমার আবার ভনিতা করিবার অভ্যাস নাই,তাই সরাসরি বলি, আমার কিছু প্রশ্নের উত্তর চাই,এক,কুড়ি লক্ষ অর্থ তুমি কেথায় পাইয়াছো,দুই,সেই কুড়ি লক্ষঅর্থ তুমি ফেরৎ কেন লইলেনা, তিন,কি এমন আলা উদ্দিনের চ্যারাগ তুমি হস্তগত করিয়াছো যে কোলকাতার বিজ্ঞ ব্যারেস্টারগন রেখাকে