পর্ব (২১৯) “অর্পণ’ উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
করিতে পারেন নাই,এতোদিনে আমি আপনার সহিত রহিয়াছি তবুও বিশ্বাস শব্দটি অর্জন করিতে ব্যর্থ হইয়াছি সেই জন্য,তিন,কেন রেখার জামিন কোন ব্যারেস্টারগন করিতে পারেন নাই,কোন ব্যারেস্টারগন জামিনের জন্য নিজের ক্যারিয়ার বাজি রাখিয়া নষ্ট করিতে চাহেন নাই,কারণ আপনার কন্যার চরিত্র তাহারা সকলে অগ্রে জানিতে পারিয়াছে, সেজন্য জামিনদাতা হিসাবে কোন বিশিষ্ট ব্যাক্তির নাম প্রয়োজন, যদি রেখা পরবর্তী মামলার ধার্যকৃত দিনে হাজিরা না দেয় তাহা হইলে জামিনদাতা কে আসামী হিসাবে গন্য করা হইবে, যেমন ধরুন জামিনদাতা হিসাবে আমার নাম লেখা হইয়াছে এখন যদি রেখা নির্ধারিত দিনে হাজিরা দিতে ব্যর্থ হয় তাহা হইলে, আসামী হিসাবে আমাকে কারাগারে যাইতে হইবে, এবার বলুন কোন সম্মানীয় ব্যাক্তি এতো বড় জীবনের ঝুকি কেন লইবে?” “তুমি এতো বড় মনের মুনুষ্য তাহা আমার জানাছিল না,একটা বাক্য বলিতে চাই যদি তুমি কিছু মনে না করো, আমার দুই ছেলে তাহারা কোন