পর্ব (২২০) “অর্পণ’ উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
দিনই দেশে ফিরিবে না,আমার ব্যবসা অর্থ বিত্ত সব কিছুর একমাত্র দাবীদার রেখা,তাই বলিকি তুমি রেখাকে যদি বিবাহ কর তাহা হইলে আমি তোমাকে বিলেৎ হইতে ব্যারেস্টারী পড়িবার যাবতীয় খরচা আমি বহন করিবো” ‘কাকাবাবু বরবরই আপনি বুদ্ধিতে সামান্য হলেও কাঁচা, জীবনে আপনি এক বারও আমার নিকট জিতিতে পারিলেন না,প্রথম বার আমাকে বিশ্বাস করেন নাই, তাহাতে আপনি হারিয়া গেলেন, দ্বিতীয়বার ও হারিয়া গেলেন আপনার কন্যাকে বিবাহ করিবার জন্য বলিয়া, একটা বাক্য রেখার ভাল ভাবে জানা দরকার যে, পৃথিবীতে যাহা কিছু সহজ লভ্য তাহা ক্ষনস্থায়ী, আর যাহা দুর্লভ তাহা দির্ঘস্থায়ী, যেমন ভাঙা কাঁচ খুব সহজে পাওয়া যায়, তাই তাহার মূল্য মাত্র ৫০ পয়সা কিলো,আর হীরা খুব সহজে হস্তগত করা যায়না বলিয়া তাহার মূল্য কোটি-কোটি টাকা এক টুকরা,আমি মনে হয় ভুল বলিনি,আর দম্ভ কিম্বা গায়ের জোরে সব কিছু নিজের আয়েত্বে আনা যায় না,আর তৃত্বীয় ভুল করিলেন আমাকে বৈবাহিক সূত্রে বিলেতে লেখাপড়া করাইবেন বলিয়া,ভুল আপনি যদি সর্ত বিহিন আমাকে বিলেতে লেখাপড়া করিবার জন্য বলিতেন তাহা হইলে বুঝিতে পারিতাম আপনার মাঝে লোভ নাই,তখন না হয়