পর্ব (২২১) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
ভাবিয়া দেখিতাম,ধনিরা স্বার্থ ছাড়া কিছুই বুঝিতে পারে না,আপনি আমাকে সামান্য বিশ্বাস করিতে পারেন নাই,আমার অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি কিছুই নাই থাকিতে পারে,তবুও আমি কুড়িলক্ষ অর্থ কোন প্রকার সন্ধেহ ছাড়াই প্রদান করিয়াছি, তার পরও আমার ক্যারিয়ার জামিন রাখিয়াছি,যাহা অর্থ দিয়া কিনিতে পারিবেন না, ঠিক বলিলাম কি কাকাবাবু? আর আমি ইস্কলারশিপ পাইয়াছি সরকারী খরচে বিলেতে লেখাপড়া করিতে আগামী দশ তারিখ ভারত ত্যাগ করিবো, আপনি আমাকে আর্শিবাদ করিবেন, আমি যেন শুধুমাত্র নর কূলের ক্ষতি ব্যাতিত উপকার সাধন করিতে পারি, এইটুকু আমার জীবনের চাওয়া এবং পাওয়া” “অর্পণ আমাকে ক্ষমা করিয়া দাও বাবা, আমি তোমাকে চিনিতে অনেক দেরি হইয়া গিয়াছে” “কি করিতেছেন কাকাবাবু? আপনি যদি আমার পিতা হইতেন তাহা হইলে কি আমার কাছে ক্ষমা চাহিতে পারিতেন? ক্ষমা চাওয়া আপনার মানায় না, আর আমার কোন প্রকার লোভ বা লালসা নাই”