পর্ব (২২২) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
“ঠিক আছে তাহা হইলে তোমার কুড়িলক্ষ অর্থ তোমাকে ফেরৎ লইতে হইবে, ইহাতে তোমার কোন প্রকার আপত্তি থাকিবার কথা নহে, কাকাবাবু ঐ অর্থ আপনার নিকট রাখুন, কোলকাতায় আমার একটা গৃহ প্রয়োজন যেখানে থাকিবে আমার পিতা-মাতা আর সুখপাখি, যে সুখপাখি আমাকে প্রতিক্ষণে পথ চলার নির্দেশনা প্রদান করিবে” “রেখা বলিলো সুখপাখি মানে আমি ঠিক বুঝিতে পারিনাই” “সে তুমি কোন দিনই বুঝিতে পারিবে না” “কাকাবাবু আপনি কোলকাতায় একটি ফ্লাট খুজুন আমিও খুজিতেছি,বিলেৎ যাইবার অগ্রে পিতা-মাতাকে কোলকাতায় আনিতে চাই, অর্থের ব্যাপারে কোন চিন্তা করিবেন না,অর্থ যাহা প্রয়োজন হইবে আমি আয়োজন করিবো” “তাহা হইলে আজই চলো বিকালে ফ্লাট দেখিয়া আসি” “কোথায়?” “আরে বাবা চলোই না, গেলেই দেখিতে পারিবে প্রথমে তো দেখি” “ঠিক আছে চলুন বিকালে যাওয়া যাক” রেখা ভাবনার সাগরে ডুব দিল সুখপাখি