পর্ব (২২৪) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
করিতেছেন “ওহে, রমাকান্ত মহাশয় কহিতেছেন?” ওপ্রান্ত হইতে বলিলেন “হ্যা কিন্তু আপনি কে কথা বলিতেছেন? ” “নিশিথ চক্রবর্তী কথা বলিতেছি” “ও তা কি খবর বন্ধু? অনেক বৎসর গত হইয়া গেল কোন প্রকার খোঁজ খবর নাই,তা এতো দিনে মনে পড়িলো বুঝি? তা কি কারণে এই অধম কে স্মরণ করা হইয়াছে তাহা জানিতে পারি কি?” “হ্যা, যে জন্য তোমাকে স্মরণ করা, কারনটা এমন একটা ফ্লাটের প্রয়োজন যে ফ্লাটে তিনটি শয়ন কক্ষ, বেলকনি, রন্ধনশালা, খাবার কক্ষ, স্নানকক্ষ, একবাক্যে আধুনিক সমস্ত যুগের সমস্ত সুযোগ সুবিধা থাকা আব্যশক,এমন ফ্লাট পাওয়া যাইবে কি?” “কি যে বলো বন্ধু, ওটাই তো আমার ব্যবসা আছে মানে, একদম সাজানো গোছানো আছে,কেন বন্ধু আবার বিবাহ করিবে নাকি?” “ধ্যাৎ কি যে বলো, বাকি আলাপ সমুখে হইবে,তুমি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করিয়া রাখ আমি শেষ বেলায় একবার দর্ষণ করিয়া যাইবো” “ও হ্যা আগামিকল্য রেজিষ্টেশনের কর্ম সু-সম্পন্ন করিবো, ও আর একটি