পর্ব (২২৫) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
বাকা অর্থকড়ির ব্যাপারে বাক্য বিনিময় আমার অফিসে হইবে ইহাতে যেন ভুল না হয়,আচ্ছা রাখি” নিশিথবাবু দুরাভাষ যন্ত্রের সংযোগ বিছিন্ন করিয়া চিৎকার করিয়া বলিলেন “ভোলানাথ, এই ভোলানাথ”ভোলা দৌঁড়ে আসিয়া বলিলো “আজ্ঞে কর্তাবাবু, আমাকে ডাকিতেছেন?” “বলি, তুমি ছাড়া কি এই গৃহে ভোলানাথ নামে অন্য কেহ বসবাস করে কি?” ” আজ্ঞে না কর্তাবাবু” “অর্পণকে একবার স্মরণ করাইয়া দাও বিকালে কর্তাবাবুর সহিত ফ্লাট দেখিবার কথাছিল সেটা তাহার মস্তকে আছে?” “আজ্ঞে কর্তাবাবু আমি একক্ষুনি যাইতেছি” ভোলানাথ অর্পণের কক্ষে প্রবেশ করিয়া বলিলো “কর্তাবাবু বলিলেন আজ বিকালে ফ্লাট দেখিবার কথা ছিল, তাই কর্তাবাবু আপনাকে স্মরণ করিয়াছে” “তুমি যাও আমি তৈরী হইয়া আসিতেছি” কিছুক্ষন পর অর্পণ তৈরী হইয়া আসিয়া নিশিথ বাবুর সহিত একত্রো হইয়া চলিলো ফ্লাট দেখি বার উদ্দেশে, ফ্লাট দেখিয়া অর্পণের