পর্ব (২২৭) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
চক্ষুতে দেখিতে পাইলাম না এটা আমার দুর্ভাগ্য” “অবশ্যই দু’নয়নে অবলোকন করিতে পারিবে,শুধু সময়ের অপেক্ষা মাত্র” “আচ্ছা অর্পণদা তোমার সুখপাখি দেখিতে কেমন? আমার থেকেও কি বেশি সুন্দরী?” “তাতো ঠিক জানিনা” “কি যে বলো অর্পণদা, তোমার সুখ পাখি দেখিতে কেমন তাহা তুমি নিজেও জানানো না তাও কি সম্ভব? সুখপাখি তোমার হস্তে ধরা দিয়া দিল কিন্তু আমার হস্তে ধরা দিলো না,সবই আমার ভাগ্য” “দেখ রেখা ভাগ্য বলিয়া কিছু আছে কি না তাহা আমার জানা নাই,তবে কর্মই সকল সৌভাগ্যের চাবিকাঠি” “এটা তোমাকে মানিয়া লইতেই হইবে” “হয়তো তোমার কথাই সঠিক” “তবে তোমার চেষ্টায় ত্রুটি রহিয়াছে তাই তোমার সুখপাখি হস্তগত হয়নাই, তবে সঠিক নিয়মে চেষ্টা করিলে কোন কর্মই বিফলে যায় না” এমন সময়ে নিশিথবাবু চলিয়া আসিলেন “কিসের বিফলের বাক্যালাপ করিতেছে?” “ও কিছুনা বাবা,বাবা আমি একটা আবদার করিবো তোমাকে রাখিতে হইবে” “কি