পর্ব (২২৮) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
আবদার মা?” “সেই বাল্যকালে গ্রাম দেখিয়াছি, জীবনটা কেটে গেল শহরে তাই আমি ঠিক করিয়াছি অর্পণদার সহিত গ্রামে মুক্ত বাতাসে নিজেকে মেলিয়া ধরিবো,তুমি কিন্তু না বলিতে পারিবে না” “বেশতো যাবে” “অর্পণ তুমি রেখাকে সঙ্গে লইয়া যাইবে” ” কিন্তু কাকাবাবু!” “কোন কিন্তু নয়” নিশিথবাবু অর্পণের কর্ণের নিকট ফিস ফিস করিয়া বলিলেন “দেখ অর্পণ কন্যটি ছয় মাস যাবৎ কারাগারে কাটাইয়াছে, তাহার চিত্তের পরিবর্তন প্রয়োজন, তাই তুমি কোন বাক্য ব্যবহার না করিয়া রেখাকে সঙ্গে লইয়া যাইবে” “কিন্তু কাকাবাবু আজ সাত তারিখ আট তারিখ গৃহে যাইয়া দশ তারিখ সকালে ফিরিয়া আসিয়া রাত্রি দশ ঘটিকায় সময়ে আমাকে বিমানে উঠিতে হইবে” “তাহা হইলে সময় কোথায়?” “ঐ দুটো দিনই রেখাকে গ্রামটি ঘুরাইয়া দেখাইলে চলিবে” “আপনি যখন এতো করিয়া বলিতেছেন, তাহা হইলে তাই হইবে, আগামি কল্য আমি গৃহের উদ্দ্যশে রওনা করিবো” রেখা চিত্তের উল্লাসে অর্পণকে বক্ষে জড়াইয়া ধরিলো, নিশিথবাবু নিজের সমুখে কন্যার এমন কান্ড দেখিয়া কি