পর্ব (২২৯) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
বলিবে তাহা সে নিজেই বুঝিতে পারিলো না, তাই নিশিথবাবু কণ্ঠে কাশির ভান করিয়া কাসিতে থাকিলো,এমত অবস্থায় রেখা লজ্জায় লাল হইয়া গেল,পিতার সমুখে এমন আচরণ করা বোধ হয় একেবারেই ঠিক হয় নাই, রেখা নিজেকে সামাল দিয়া নিজের কক্ষের পানে দিল ভোঁ-দৌড়, অর্পণ হতবাক হইয়া নিন্মে অক্ষি রাখিয়া লজ্জা পাইলো “তুমি কিছু মনে রাখিও না, অল্প বয়সতো নিজেকে ধরিয়া রাখিতে পারে নাই,শরীরের দিক হইতে বৃদ্ধি হইলেও মনটি তাহার বাচ্চাই রহিয়াছে, তুমি কিছু মনে নিওনা” ” ঠিক আছে কাকাবাবু আমি মনে কিছু করি নাই” অর্পণ রেখার কক্ষে গিয়া দাঁড়াইলে রেখার চিত্তে আতংকের সৃষ্টি হইলো,সে বলিলো “আসলে আমি আনন্দে আত্তহারা হইয়া তোমাকে জড়াইয়া ধরিয়াছি, আমার চিত্তে কোন প্রকার অসংগতি ছিলো না,আমার