পর্ব (২৩২) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
এমন পরিবর্তন হইলে তো সোনায় সোহাগা, যে সর্ব সময়ে বন্ধু বান্ধব লইয়া সোমরস সুধা লইয়া ব্যস্ত থাকিতো এবং উগ্র মানসিকতা চিত্তে ধারণ করিতো সে কিনা এমন শীতল চিত্তের অধীকারি বনিয়া গিয়াছে ভাবিতে অবাক লাগিতেছে, যাহোক ঐ সব খারাপ অভ্যাসগুলি পরিত্যাগ করিতে পারিয়াছে এটাই বড় পাওয়া, কাহারও সন্তান যদি বিপদ গামি হইয়া থাকে তাহা হইলে কোন পিতা-মাতার চিত্ত স্থির থাকিতে পারে না এটাই বাস্তব, “কি হইলো পিতা তুমি অমন নিথর হইয়া দান্ডয়মান রহিয়াছো কেন? বাবা ও বাবা কি হইলো” অ্যা ও হ্যা কি যেন বলিতেছিলি, তুই একটু বস আমি অর্থ লইয়া আসিতেছি, নিশিথ বাবু ভিতর হইতে পঞ্চাশ হাজার অর্থ লইয়া রেখার হস্তে দিয়া বলিলো “এই নাও তোমার চিত্তে যাহা চাহে তুমি তাহাই ক্রয় করিবে” “ওকে পিতা আমি মলে যাইতেছি, অর্পণদা তুমি আমাকে শাড়ি পছন্দ করিয়া দিবে চলো আমার সাথে, না-না আমি শাড়ির কি বুঝি?জীবনে কোনদিন
চলবে