পর্ব (২৩৩) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
কি শাড়ি ক্রয় করিয়াছি নাকি?নাকি আমি শাড়ির ব্যবসায়ী? যদি কোন নারীর সহিত গাটছড়া বাঁধিতাম তাহা হইলে বুঝিতে পারিতাম” ” বিবাহ না করিলেও সম্মক জ্ঞান থাকা বাঞ্চনীয়,অতএব আর কোন বাক্য ব্যায় ও কালক্ষেন না করিয়া চলো আমার সহিত”এমন টি বলিয়া অর্পণের হস্ত ধরিয়া এক প্রকার বাঁধিয়া লইয়া গেল মলে,সেখানে গিয়া নিজের জন্য পাঁচটি,অর্পণের জন্য সুটটাই,বুটপ্যান্ট,এবং অর্পণের পিতা-মাতার জন্য পাঞ্জাবী, শান্তি পুরের প্রসিদ্ধ ধুতি,মাতার জন্য হরেক রকম পোষাক ক্রয় করিলো, “তোমার জন্য নাহয় শাড়ি ক্রয় করিলে কিন্তু অন্য পোষক গুলি কাহার জন্য ক্রয় করিলে?” “একদিন তো নিজের স্বামী, শ্বসুর,শাসুড়ী হইবে তখন তাদের জন্য আগাম ক্রয় করিয়া রাখিলাম” “কি যে বলোনা, গাছে কাঁঠাল আর গোপে তেল” “তুমি কি আমাকে তিরস্কার করিতেছো?” “ছিঃ ছিঃ দেখতো আমার কাঁধে ক’টি মস্তকে?” “কেন একটি, তাহলে কোটিপতি পিতার একমাত্র কন্যাকে এই
চলবে।