পর্ব (২৩৪) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
অধমের তিরস্কার করিবার ক্ষমতা আছে কি?” “অর্পণদা বাড়াবাড়ি হইয়া যাইতেছে,চলো এবার রওনা করা যাক” “হ্যা চলো” যন্ত্রযানে চাপিয়া চালককে কোন ধাবায় থামাইবার জন্য নির্দেশনা দিল অর্পণ, কিছুক্ষন চলিবার পর সু-সজ্জায় সজ্জিত ধাবার সমুখে আসিয়া থামিলো যন্ত্রযান, “কি হইলো তুমি ধাবাতে আমাকে লইয়া আসিলে কেন?” “ধাবাতে মনুষ্য কেন আসে তুমি মনে হয় অবগত নহে, তুমি কিছুদিন স্বামীগৃহে পদার্পণ করিবে তাই ভাবিলাম একত্রে চা অথবা কফি পান করি” “স্বামীগৃহে পদার্পণ করিবো মানে?” “বাহ্ কিছুক্ষন পূর্বে তুমি মল হইতে পোষাক ক্রয় করিবার সময় বলিয়াছিলে এই সব পোষাক আমার স্বাশুড়ি মাতা ও শ্বশুর মহাশয়ের জন্য ক্রয় করিতেছি, তাহা হইলে আমি বুঝিতে সক্ষম হইলাম যে তোমার বিবাহ সন্নিকটে” “ছাড়ো ওসব বাক্য এখন বলো, তুমি কি কি আহার করিবে?” “শুধুমাত্র একটা কফি হইলেই চলিবে” ওয়েটারকে ডাকিয়া কফির অর্ডার দেয়া হইলো,দু’জনে
চলবে।