পর্ব (২৩৬) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
তাই আমি রেলযন্ত্রযানে চাপিয়া গমন করিবো” “দেখ সেটা তোমার বিবেচ্য বিষয়” রেখা শয্যায় শরীর টাকে এলিয়ে দিল নিদ্রার অপেক্ষায়, এপাশ ওপাশ করিতে লাগিলো কিন্তু কিছুতেই নিদ্রা দেবি অক্ষিদ্বয়ে স্থান গ্রহন করিল না,কারণ একটাই কখন নিশি প্রভাত হইবে আনন্দ যেন আর চিত্তে ধরিয়া রাখিতে পারিতেছে না,এক সময় নিদ্রদেবি অক্ষিতে আসন গ্রহন করিলো, হঠাৎ অর্পণের কণ্ঠে ইষ্টদেবতার গুনগান তাহার কর্ণে ভাসিয়া আসিলো, কখন জানি ধরাতে রবি উঁকি দিয়াছে,রেখা দ্রুত গতিতে শয্যা ত্যাগ করিয়া নিজেকে প্রস্তুত করিতে লাগিলো,যাহাতে কোন প্রকার বিলম্ব না হয় সেদিকে মনোনিবেশ করিলো, কিছুক্ষণের মধ্যে নিজেকে প্রস্তুত করিয়া অর্পণের সমুখে উপস্থিত হইলো “কি ব্যাপার বলতো? যে নারী সকাল দশ ঘটিকার অগ্রে শয্যাত্যাগ করেনা সে কিনা আজি প্রাতে শয্যাত্যাগ করিয়াছে,আজি তোমাকে ব্রাক্ষ্মণ নারী বলিয়া মনে হইতেছে, হঠাৎ অর্পণের অক্ষিদ্বয় রেখার শাড়ির
চলবে।