পর্ব (২৩৭) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
উপর স্থির হইয়া গেল “কি ব্যাপার তুমি আমার পানে চাহিয়া কি দেখিতেছো?” রেখা নিজ শাড়ির পানে চাহিয়া বুঝিতে সক্ষম হইলো যে, তাহার শাড়ি পরিধান সঠিক উপায়ে হয় নাই, অগোছালো ভাবে পরিধান করা হইয়াছে,তাহার বক্ষদ্বয় পদ্য ফুলের ন্যায় ফুটিয়া উঠিয়াছে, শাড়িটি এতোটা মিহি আর পাতলা হইবার কারনে বক্ষদ্বয় অতিব সহজে অবলোজন করা যাইতেছে, শাড়িটি আভিজাত্ত বহন করিয়াছে তবে,এমন শাড়ি শহরের মনুষ্যকূল পরিধান করিলে ও গাঁয়ে এটি একেবারেই অচল, কুড়ি হাজার অর্থের বিনিময়ে এটি ক্রয় করা হইয়াছে,যাহাদের মূল্যবোধ আছে তাহারা এমন শাড়ি পরিধান করিতে পারিবে না,আর মুখ মন্ডল সিনেমার নায়ীকার আদলে সজ্জিত করা হইয়াছে, অধরায় লেপন করা হইয়াছে গাড়ো গোলাপি রঙ,আর সাথে রোদচশমা পদে তিন ইস্তর বিশিষ্ট পাদুকা,মনে হইতেছে যে রেখা বলিউডের
চলবে।