পর্ব (২৩৮) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
হিরোইন হিসাবে কোন সিনেমায় সর্ট দিতে যাইতেছে,গালে এমনভাবে রং লাগানো হইয়াছে যেন মনে হইতেছে ঝিলে পুষ্পপদ্য ফুটিয়াছে, “আচ্ছা,একটি বাক্য বলিবো তুমি রাগান্তিত হইবে না তো?” “কেন রাগান্তিত হইবার কি আছে? তুমি কি বম্বের সিনেমায় হিরোইন হিসাবে শর্টদিতে যাইতেছো নাকি শ্বসুরালয়ে যাইতেছো? আমার ঠিক বোদগম্য হইতেছে না” “যদি বলি শ্বশুরালয়ে যাইতেছি তাহা হইলে তোমার কি কোন প্রকার আপত্তি আছে কি?” “তুমি নরকের চৌরাস্তায় গেলেও আমার কোন প্রকার আপত্তি নাই” “কি,,,,, আমি নরকের চৌরাস্তায় গেলেও কোন প্রকার আপত্তি নাই? পিতা -পিতা বলিয়া চিৎকার করিয়া সমস্ত গৃহে একাকার করিয়া ফেলিলো, “কি হইয়াছে রে মা? এতো চিৎকার করিতেছো কোন?” “অর্পণদা আমাকে কি বলিয়াছে জানো?” “বল আমাকে, অর্পণ কি বলিয়াছে?” “না থাক, তুমি যাও” রেখা সব কিছু চাপিয়া গেল অর্পণ মিটিমিমি করিয়া হাসিতেছিল,এবং
চলবে।