পর্ব (২৪০) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
“ও হ্যা,এ হচ্ছে আমার বাল্য বন্ধু সুস্মিতা চ্যার্টাজি” “নমঃস্কার” উত্তরে অর্পণ নমঃস্কারের জবাব দিল “তোর স্বামী টা বেশ সুন্দর, কোথায় পেলি এমন সুন্দর একটা মানবকে? অগ্রে পরিচয় হলে তো আমি লুফে নিতাম” “তা নিবি নাকি?” “না বাবা আমি কাহারো মুখের অন্ন কাড়িয়া লইনা,তা তোর স্বামীর প্রফেশান কি? মানে কি করেন?” “কোলকাতা আইন বিশ্ববিদ্যালয় হইতে মাষ্টার ডিগ্রি শেষ করিয়াছে, আগামি দশ তারিখ ব্যারেস্টারী সুমপুর্ণ করিবার জন্য বিলেৎ গমন করিবে” “তাহা হইলে তো বিনামুল্লে দু’একটা মামলা পরিচালনার করিয়া দিতে হইবে” “গাছে কাঁঠাল আর গোঁপে তৈল” “ঠিক বুঝিতে পারিলাম না” “প্রথমে তো বিলেৎ যাইবে তাহার পর ব্যারেস্টারি শেষ করিবে, তাহার পর আইন ব্যবসা শুরু করিবে তাহার পর না হয় মামলা পরিচালনার কথা আসিবে, ইহার মাঝে রেলযন্ত্র যানটি ষ্টেশানে আসিয়া থামিয়া গেল, “সুস্মিতা আমাদের যাইবার সময় হইয়া গিয়াছে একদিন আমাদের গৃহে
চলবে।