(২৪১) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
তোমার চায়ের নিমন্ত্রন রইলো জমিয়ে আড্ডা দেয়া যাইবে,আসি তবে” বলিয়া দু’জনে রেল যন্ত্রযান হইতে নামিয়া অর্পণ বলিলো “চলো এবার যাওয়া যাক” “যাওয়া যাক মানে? এখান হইতে একক্রশ পদব্রজে যাইতে হইবে” “কেন পদব্রজে কেন?” “এটা তোমাদের কোলকাতার শহর নহে এখানে কোন প্রকার যন্ত্রযান অথবা কোন বাহন পাওয়া যাইবে না, তাই অনুগ্রহ পূর্বক নিজ ইচ্ছায় নিজ পদব্রজে রওনা করিতে হইবে, অন্যথায় এখানেই বসিয়া ধ্যানে মগ্ন হইতে হইবে” যেহেতু কোন প্রকার ব্যবস্থা না থাকায় অগত্য পদব্রজেই রওনা হইলো কিছুদুর যাইবার পর রেখা মাটিতে বসিয়া পড়িলো,আর বলিলো “আমি আর পদব্রজে চলিতে পারিবো না, অগ্রে বুঝিতে সক্ষম হইলে তোমাদের গাঁয়ে আমি আসিতাম না” “আমি কি তোমাকে আমার সহিত আসিবার জন্য অনুনয় বিনয় করিয়াছি?তুমিতো অনুনয় বিনয় করিয়া আসিলে” ধনীর দুলালী শরীরে কোনদিন সূর্যের তাপ
চলবে।