(২৪৬) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
গৃহের দাওয়াতে একটি মাদুর পাতিয়া নিশি যাপনের ব্যবস্থা করিলো,রাত কিছুটা গভীর হইবার সাথে-সাথে রেখার মস্তকের যন্ত্রনাটা বাড়িয়া গেল,মাগো বাবাগো বলিয়া চিৎকার করিতে লাগিলো,অর্পণ বিছানা ছাড়িয়া রেখার পাশে বসিয়া রেখার মস্তকে হস্ত বুলাইয়া টিপিয়া দিতে লাগিলো মস্তক টিপিতে-টিপিতে কখনজানি রেখার বক্ষের উপর ঘুমাইয়া পড়িয়াছে সে নিজেও জানেনা,হঠাৎ রেখার ঘুম ভাঙিয়া গেলে সে দেখিতে পাইলো যে অর্পণ তাহার বক্ষে মস্তক রাখিয়া নিজে ঘুমাইয়া পড়িয়াছে, “রেখা নিন্মস্বরে ডাকিলো “অর্পণদা এই অর্পণদা এটা কি করিতেছো? এখনও তো আমাদের বিবাহ হয় নাই,উঠো কাকা কাকিমা দেখিতে পাইলে কলঙ্ক হইবে” “অর্পণ নিদ্রা হইতে জাগিয়া দেখিতে পাইলো যে,সে রেখার বক্ষের মাঝে ঘুমাইয়া পড়িয়াছে “ভুল হইয়া গিয়াছে আমি তোমার মস্কতে হস্ত বুলায়তে- বুলাইতে কখন জানি ঘুমাইয়া পড়িয়াছি, তুমি কি এখন সুস্থ্য বোধ করিতেছো?”
চলিবে।