(২৪৮) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
পিতা-মাতাকে একটু ভাল রাখিবে, তাহাদের নিকট আমার ঋণের তো কোন প্রকার শেষ নাই,সারাজীবন শুধু দুঃখ আর অর্থের কষ্ট ছাড়া সুখ কি বস্তু তাহা তাহারা বুঝিতে পারে না ,তাই অর্পণের এই প্রচেষ্টা, ইতি মধ্যে রেলযন্ত্রযান শিয়ালদহে আসিয়া থামিলে নামিয়া অটো লইয়া চলিলো নিজ ঠিকানায়,”অর্পণদা তুমি আমাদের গৃহে না গিয়া আমাদের কোথায় লইয়া যাইতেছো?” “কেন নিজ ঠিকানায়’ “নিজ ঠিকানায় মানে?” “আমি কোলকাতায় যে নুতন ফ্লাট ক্রয় করিয়াছি সেই ফ্লাটে” সল্টলেকের নুতন গৃহের সমুখে অটো থামিলে অটোওয়ালা কে অর্থ প্রদান করিয়া প্রয়োজনিও সব কিছু লইয়া ভিতরে প্রবেশ করিলে রেখা আনন্দে চিৎকার করিয়া বলিলো “তাহা হইলে এটাই আমার শ্বশুরগৃহ?” নিতাইবাবু বলিলেন “শ্বসুর গৃহ? মানে আমি ঠিক তোমার বাক্য বুঝিতে সক্ষম হইনাই” “আমি বলিতে চাহিতেছি এটাই অর্পণদার স্ত্রীর শ্বশুরের গৃহ” “ও তাই আচ্ছা অর্পণ
চলিবে।