(২৫০) “অর্পণ” উপন্যাস
রচনাঃ- কাঞ্চন চক্রবর্তী
তাহাদের যেন কোন প্রকার কষ্ট না হয়” “আজ্ঞে মনে থাকিবে” “চলো এবার যাওয়া যাক” অর্পণ অটোতে চাপিয়া বসিল তোমাকে তোমার পিত্রালয়ে ছাড়িয়া বিশ্ববিদ্যালয়ে যাইতে হইবে, নিশিথবাবুর গৃহের সমুখে অটোটি থামিলে অর্পণ বলিলো “তুমি নামিয়া যাও এই অটোতেই আমি বিশ্ববিদ্যালয়ে যাইবো,রেখা নামিয়া গেলে বিশ্ববিদ্যালয়ে যাইবার জন্য নির্দেষণা প্রদান করিলো অটোওয়ালাকে, অর্পণ বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্ম সম্পন্ন করিয়া নিজগৃহে ফিরিলো এবং দুরাভাষ যন্ত্রের মাধ্যমে কোলকাতার সকল বন্ধুবান্ধব ও শুভ আঙ্খাখিদের জানাইয়া দিল যে আজ রাত দশ ঘটিকায় বিলেৎ যাইবার কথা, সন্ধ্যার সাথে-সাথে প্রেসসহ শতাধিক সুনামধন্য ব্যাক্তিবর্গ আসিয়া উপস্থিত হইলো, বিভিন্ন প্রকার সাক্ষাৎকার লইবার জন্য, সাক্ষাৎকার শেষে সবাই চলিয়া গেলেও রেখা ও তাহার পিতা নিশিথবাবু রহিয়া গেলেন অর্পণের গৃহে,তাহারা অর্পণকে বিমানে তুলিয়া দিয়া গৃহে ফিরিবেন,
চলিবে।