আর্জেন্টিনা-ব্রাজিল লাতিন আমেরিকার দুই দেশের সমর্থনে বিভক্ত লাল-সবুজের দেশ। ফুটবলের প্রতি বাংলাদেশের এই ভালোবাসার বহিঃপ্রকাশ ইতোমধ্যে পৌঁছে গিয়েছে সুদূর আর্জেন্টিনায়। বিশ্বকাপের উচ্ছ্বাসের মাঝে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলার টাইগাররা। আর এই জয়ের খবর প্রকাশ করে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।
গত রোববার (৪ ডিসেম্বর) মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া ১৮৬ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এতে বাংলাদেশ সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে আর্জেন্টিনা। আর এনিয়ে লিওনেল মেসিদের দেশের গণমাধ্যম ‘এল দেস্তাপে’ মেহেদী হাসান মিরাজের ছবি দিয়ে বাংলাদেশের জয়ের মুহূর্ত প্রকাশ করেছে।
গণমাধ্যমটি তাদের ভেরিফায়েড টুইটারে লিখেছে, ‘এগিয়ে যাও বাংলাদেশ, ভারতের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশাস জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মেহেদী মিরাজ ও মোস্তাফিজুর রহমান এই ম্যাচ জয়ের নায়ক। এই জয়ে আমরা আর্জেন্টিনা থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ঐতিহাসিক জয়টি উদযাপন করছি।’