চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব নন্দনে যে সমস্ত দর্শকেরা হাওয়া ছবি দেখতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। এবার ওপার বাংলায় মুক্তি পেতে চলেছে ‘হাওয়া’। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে। খবর হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন এর পর পরই ছবি আসতে চলেছে প্রেক্ষাগৃহে। শহরে ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে, আশার আলো দেখছেন একাংশ হল মালিকরা। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ সরকার এই ছবিকে দেশের হয়ে অস্কার দৌড়ে পাঠাচ্ছে। ছবির পরিবেশক ‘রিলায়্যান্স’ গ্রুপের পক্ষ থেকে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। ছবির সেন্সর সম্পন্ন হয়েছে। পরিবেশক সংস্থা আপাতত সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় রয়েছে। যদিও এ রাজ্যে নির্দিষ্ট কোন তারিখে মুক্তি পাচ্ছে ছবি, সে বিষয় এখনও কিছু জানায়নি সংস্থাটি। উল্লেখ্য, মেজবাউর রহমান সুমনের পরিচালিত এই ছবি চলতি বছরের জুলাই মাসের শেষে মুক্তি পেয়েছিল বাংলাদেশে। বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে এটি।