জান্নাতুল অবধি
নতজানু নৈতিকতা, বিভাজিত স্বাধীনতা, অতলের অতলান্তিক,
ওই কঠিনের সাগরে নিমজ্জিত আমার আমি
একরত্তি সুখের আশায়, ভাবনার চাষ,
একসাথে দুজনার বসবাস
হৃদয়ের খুব কাছাকাছি আষ্ঠেপৃষ্ঠে লেগে লেগে,
বেলা শেষের ভালোবাসায়,
বিকেলের শান্ত রোদেলা রোদের মায়ায়,
আদর আলিঙ্গনে,
সময় বড়ই কম,
মানতে হবে অমোঘ নিয়ম,
তবুও পাড়ি জমাই অনন্ত সাগরের বুকে
এক বিন্দু সুখী হতে,
মিলনের নিয়ন আলোতে,
মুখোমুখি চাতকের মতো চোখাচোখি,
আধোলাজের ভাঙবে বাঁধ,
কি মধুর এমনই রাত!
তোমার সাথী হবে পৃথিবীর চাঁদ!!
ভোলাইনি তারে নিজেই ভুলেছি!!
বাঁধা পড়িনি,তারে বেঁধেছি।
শত বিপদেও ভাঙতে দেবোনা তারে,
বেধেঁ রেখেছি ভালোবেসে।