খবর
—নমিতা সরকার
কোনো নতুন খবর নেই,
ভালো কিছু তো নয়ই।
সেই তো দৈনিক পত্রিকার প্যানপ্যানানি ,
সাথে কিছু দুঃসংবাদ।
সকাল সকাল গৃহকর্মীর ঘ্যানঘ্যানানি
চা’ টা অবশ্য রহিমার মা ভালোই বানায়,
সাথে পেয়ালাটাও বেশ দামী –
বনেদী একটি পেয়ালা ছাড়া চা টা আবার ঠিক জমে না।
সামনের রাস্তায় বেশ ভালো একটা কম্বিনেশন হয়েছে,
কাক আর কৃষ্ণচূড়ায়,
খবরের আশায় লম্বা রাস্তার দিকে তাকালেও,
শুধু কয়েকটি রিকশা মিলল।
অলস গতিতে প্যাডেলে পা চালায় রিকশাওয়ালা,
সবকিছুর মতো রিকশাগুলোও শূন্য–
এত সকাল সকাল সবার গন্তব্যে পৌঁছানো হয়ে গেল!
কি জানি, বাপু, আমি তো আসলে কোন খবরই জানি না আজকাল ;
কোন ভালো খবর তো নয়ই।
আশায় আশায় চোখ ধরে আসে,
কারণ ঝিমুনির জন্য আরাম কেদারাটা বেশ ভালো,
ভালো খবর না দিক কেউ –
তাতে কি?
কবি পরিচিতিঃ-
নমিতা সরকার, শিক্ষক পিতা খগেন্দ্র কুমার সরকার ও আদর্শ গৃহিণী মাতা বকুল সরকারের দ্বিতীয় সন্তান। জন্ম – ১০ ডিসেম্বর, ১৯৭০,পিতার কর্মস্থল ঢাকার মোহাম্মদপুরে অবস্হিত ” ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ”এর মনোরম নৈসর্গিক পরিবেশে যেটি পরবর্তীকালে তার কাব্যচর্চাকে প্রভাবিত করেছে।
নিজ জেলা – গাজীপুর
শিক্ষা জীবন – মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় (এস এস সি)
লালমাটিয়া মহিলা কলেজ (এইচ এস সি)
ঢাকা বিশ্ববিদ্যালয় – ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর।
পেশা – সহকারী অধ্যাপক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্কুল এন্ড কলেজ, মিরপুর, পল্লবী,ঢাকা।
পছন্দ – লেখালেখি,বই পড়া,ভ্রমণ, আবৃত্তি করা, ফটোগ্রাফি ও রান্না।
রচনাবলী – কবির যৌথ সংকলনগুলি হলো “মেঘ পিয়নের বাড়ি “, ” রোদ্দুর হেঁটে যায় “, “একই বৃন্তে মুজিব “, ” বন্ধন “, ” উঠোন সংকলন – ২০২১”
এছাড়া একক কাব্যগ্রন্থ “তাঁহার গায়ে এঁটেল মাটির ঘ্রাণ ছিল ” প্রকাশের অপেক্ষায় আছে।
এছাড়াও বিভিন্ন অনলাইন সাহিত্য পোর্টালে ও সাহিত্য পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে।
পুরস্কার – বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপগুলোতে তিনি অসংখ্যবার দৈনিক ও সাপ্তাহিক সেরা হয়েছেন এবং সাহিত্য পত্রিকার দ্বারা সম্মাননা স্মারক পেয়েছেন।