1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
কবিতাঃ- "তোমার আসার আশায়" — প্রতাপ মণ্ডল। || দৈনিক সপ্তস্বরা - দৈনিক সপ্তস্বরা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন

কবিতাঃ- “তোমার আসার আশায়” — প্রতাপ মণ্ডল। || দৈনিক সপ্তস্বরা

SRI Bonsai
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

তোমার আসার আশায়

— প্রতাপ মণ্ডল

 

তোমার আসার আশায়

——– প্রতাপ মণ্ডল

 

অনেকটা অপেক্ষার পরে তুমি যখন আর আসো না–

আমি সীমান্তে চোখ রেখে দেখি, কোনো বিপদ হয় নি তো!

তুমিতো রোজ আসো সীমান্ত পেরিয়ে, সবার নজর এড়িয়ে

কখনো দুঃখ কখনো খুশী নিয়ে, ঠিক আমার কবিতার মতো!

 

তুমি আসো রোজ, অভিমান হলেও আসো। জানি ভালোবাসো

কখনো উপচে পড়া খুশী তোমার দু’চোখে, আবার কোনোদিন অভিমান!

ভালোবাসা তো এমনই হয়, তাই না? তোমার নানান বায়না

তুমি এসে ডাকলেই আমার বিকেলের স্বপ্নটা ভেঙে খান খান।

 

তবু সুখ পাই তুমি এলে, আবার কষ্ট পাই ত্রস্ত পায়ে যখন কাঁটাতার পেরিয়ে গেলে

ওপারে গিয়ে তুমি আর পিছন ফিরে দেখো? তোমার মুখটা আবছা হয়ে যায়

আমি আর তোমায় ঠিকমতো দেখতে পাইনা, তুমি মিলিয়ে যাও ধীরে ধীরে

ওপারে গিয়ে বড় ব্যস্ত হয়ে পড়ো তাই না? আর মনে পড়ে না আমায়?

 

কতদিন ধরে বেসুরে বাজছে বাঁশি, তুমি কেমন আনমনা থাকো…!

আমার অপেক্ষার প্রতিটা প্রহরে, কেবল তোমার পদধ্বনি শুনি

শুধু এখন আর আসো না রোজ, শোনানো হয়না তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো

তবু আমি রোজ অপেক্ষায় থাকি, তোমার আসার আশায় প্রহর গুনি…..

 

কবি পরিচিতিঃ-

কবি প্রতাপ মণ্ডল। পিতার নাম রামকানাই মণ্ডল। কবির লেখা শুরু বলতে গেলে স্কুল জীবন থেকেই। বন্ধুরা কবিকে দিয়ে প্রেমপত্র লিখিয়ে নিতো। প্রথমত ভাষার ব্যবহার আর হাতের লেখার জন্য।

তবে স্কুল জীবনে কবির কোনো লেখা স্কুল পত্রিকায় প্রকাশিত হয়নি। কবি কবির ছাত্রদের লিখে দিতো কবিতা বা ভ্রমণ কাহিনী এবং সেগুলো ম্যাগাজিনে প্রকাশ পেতো।

কবির জন্ম ২১ শে জানুয়ারি ১৯৬৯ দক্ষিণ চব্বিশ পরগনার দেবীপুর গ্রামে। বেড়ে ওঠা বীরভূম জেলার ধ্রুববাটী গ্রামে।

শিক্ষা :- কীর্ণাহার হাই স্কুল থেকে ১৯৮৪ সালে মাধ্যমিক পাশ করে বাবার কর্মস্থল ব্যারাকপুরে চলে আসেন। বর্তমান ঠিকানা ব্যারাকপুর। ব্যারাকপুর রাষ্ট্রীয় বিদ্যালয়ে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। বি কম থার্ড ইয়ারে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি কবির। পেশা একটা প্রাইভেট কোম্পানি তে ইলেকট্রিকাল সুপারভাইজার।

পছন্দঃ- গল্পের বই পড়া, ছোটদের কার্টুন খুব প্ৰিয়। এছাড়া দক্ষিনী মুভি কবির খুব পছন্দের। ক্রিকেট খুব ভালোবাসেন। তবে খেলতে নয় দেখতে।

কবির কোনো কাব্য গ্রন্থ প্রকাশ হয়নি। তবে বাংলাদেশের লালন সাহিত্য একাডেমি থেকে ২০১৭ সালে একটা পুরস্কার পেয়েছেন। এছাড়া বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি থেকে ২০২০ এবং ২০২১ সালে সেরা কবির সম্মান পেয়েছেন। এছাড়া বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপ থেকে অসংখ্য পুরস্কার পেয়েছেন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি