প্রিয়তমা
—স্নিগ্ধা মুখার্জী
বেলাশেষে গোধূলির আলোয়
হারিয়ে যাব যেদিন………
সূর্যাস্তের লাল আভাটুকুর,
রেশ রেখে যাব অন্তরে……..
খুঁজে নিও সেদিনের পড়ন্ত বিকেলে
ঝরা কৃষ্ণচূড়ার লাল রঙে,
শুকনো পাতার মর্মর ধ্বনিতে,
কিম্বা, ঝরা শিউলির স্নিগ্ধ গন্ধে…….
আমায় পাবে তুমি, রাতের আকাশে
একফালি চাঁদের বুকে,
কিম্বা পূর্ণিমার আলোয় মাখা
দূরের ঐ পাহাড়ের শিখরে……….
খুঁজে নিও, সাগরের ঢেউয়ের মাঝে,
বালুকাবেলায় নোনা জলে,
কিম্বা অন্তহীন সাগরের গভীরে……..
আমায় পাবে তুমি, দীঘির জলে
সদ্য ফোটা শালুকের বুকে,
পদ্মপাতায় জমা শিশিরবিন্দুতে,
কিম্বা আকাশের বুকে ভেসে থাকা
মুক্ত বিহঙ্গের মাঝে……….
খুঁজে নিও, কোনো এক সন্ধ্যায়
শ্রাবণের অঝোর বৃষ্টি ধারায়,
মেঘাচ্ছন্ন আকাশের গায়ে
তোমার স্বপ্নের প্রিয়তমাকে………
কবি পরিচিতিঃ-
কবি স্নিগ্ধা মুখার্জী বাবা মায়ের একমাত্র সন্তান। মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়ে উঠা। কবির বাবার নাম সত্যপ্রিয় মুখোপাধ্যায় আর মায়ের নাম কাবেরী মুখার্জী। ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসতেন কবি। প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্প, কবিতার প্রতি আসক্তি ছোটবেলা থেকেই। মনের কথা নিজের মতন করে লিখে ফেলতেন খাতায়। বর্তমানে কবির লেখার প্রতি উৎসাহ প্রদান করে কবির একমাত্র পুত্র সাগ্নিক।
শিক্ষা- দীনবন্ধু এণ্ড্রুজ কলেজ থেকে কবি ইতিহাসে অনার্স নিয়ে বি এ পাস করেছেন। এছাড়া রবীন্দ্রসংগীতে এম মিউস পাশ করেছেন। ২০১৭ সালে কবি রবীন্দ্রসংগীতে গোল্ড মেডেল অর্জন করেন।
পেশা- কবি বর্তমানে একটি প্রাইভেট সংস্থায় কর্মরত।
নেশা- অবসর সময়ে গান শুনেন কবিতা লেখেন আর কখনো কখনো বইও পড়েন।
পুরস্কার- বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে কবিতা এবং গল্প লেখার জন্য বহু সম্মান পেয়েছেন।