1. fancy615439@gmail.com : Jannatul Ferdous Abodhi : Jannatul Ferdous Abodhi
  2. ahmedsuman307@gmail.com : Ahmed Suman : Ahmed Suman
  3. rakibowasim@gmail.com : Rakib-Ul Islam : Rakib-Ul Islam
কবিতাঃ- "সুপ্ত প্রেমের বাঁধা" — দুর্গা সাহা। || দৈনিক সপ্তস্বরা - দৈনিক সপ্তস্বরা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:২৪ অপরাহ্ন

কবিতাঃ- “সুপ্ত প্রেমের বাঁধা” — দুর্গা সাহা। || দৈনিক সপ্তস্বরা

জান্নাতুল ফেরদৌস (অবধি)
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

সুপ্ত প্রেমের বাঁধা

—দুর্গা সাহা

 

দুরত্ব হোকনা যতই

হাত বাড়ালেই যেন ছুঁতে পাই

দুরত্ব হোক শুধু চোখের মনের কখনো নয়।

দুরত্ব হোকনা শত মাইল

হৃদয় হৃদয় যেন তবু মনে হয় স্পর্শতা পাই ।

মনের অভিমান মুছে দিয়ে ফিরে এসো আর বার

হৃদয়ের দুয়ার রেখেছি খুলে

তোমাকে যে বাসি ভালো বার বার।

তুমি যে আমার প্রথম প্রেম প্রথম ভালোবাসা

তুমিই তো জাগিয়েছিলে এই হৃদয়ে প্রেমের অনুভূতি!

তুমি আমার নাই বা হলে নাই বা দিলে দেখা

তুমিই আমার হৃদয় ছোঁয়া বন্ধু প্রিয় সখা।

অনেক খানি না পাওয়ার মাঝে কবে

কখন একটুখানি পাওয়া!

সেই টুকুতেই জাগিয়ে দিলে এই হৃদয়ে দক্ষিণা হাওয়া

মনে হয় সে যেন মোর ঘরেই আছে বাঁধা

সে যেন মোর চিরদিনের চাওয়া সপ্ন রঙীন আশা।

হারিয়ে যাওয়া আলোর মাঝে একটু একটু করে

তাকেই যেন কুড়িয়ে পেলাম আমার হৃদয় মাঝে।

তাকে ঘিরেই যেন দু’চোখে মোর রঙীন সপ্ন মাখা

সে যেন মোর হৃদয় মাঝে রয়েছে #সুপ্ত প্রেমে বাঁধা।

তুমি যে আমার হৃদ বাগানে ফুলের মালিকা

সেই ফুলের গন্ধ মেখে হয়েছি আমি তোমার প্রেমের মালবিকা।

ভোরের আকাশ স্নিগ্ধ বাতাস

পাখিদের কলতান হৃদয় লাগিল দোলা

তুমি নাই পাশে কেমন করে কাটে আমার একলা সারা বেলা ।

 

কবি পরিচিতিঃ-

কবি দুর্গা সাহা। বাবা সুবল মজুমদার। স্বামী নিতাই হরি সাহা। কবি এক সন্তানের জননী। গত তিন বছর হলো কবির স্বামী_স্বর্গ_লাভ করেছেন।

কবির ঠিকানা _ 18/2 Bagui ati 1st len Kolkata 700028.

South dam dam 24 pargana.

কবি লেখাপড়ার দিক থেকে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রীধারী নন।

ফেইসবুক আইডি থেকে মন্তব্য করুন :

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমজাতীয়
© All rights reserved © 2022 swaptasora
কারিগরি সহযোগিতায় : মোস্তাকিম জনি