লেখকঃ আবু রাসেল
ভগ্নহৃদয় পশ্চাৎ ফিরে দুচোখ মেলে দেখে,
স্বপ্ন যোগে আঁকা নকশা দিঘির জলে খেলে।
হৃদয় মাঝে লালিত প্রেম পাড়ে বসে হাসে,
বাসনার বাসন্তী যে অনুভবে দোলে।
ব্যাকুল মনে অবাক হয়ে আদল পানে চেয়ে,
নভ দীপ্ত চমক হর্ষে প্রেমের হিললে ডুবে।
মনন শশী রাশি রাশি স্বপ্ন এঁকে যায়,
ঘাসের ডগায় শিশির কণা সে কথা যে কয়।
দিঘির জলে তোমার নকশায় সখ্য গড়ি মনে,
তোমার দেহের সকল রাহা জাগায় রাগ অন্তরে।
বাংলার বসনে চপলা নারী অন্ত দহনে দক্ষ,
নীহার কৃপায় ক্লেশ নাশে জুড়াবে এই বক্ষ।