কবিঃ অনুরাগ যাযাবর
সেই কবেই দিনমান ভর,
একটু স্বস্তির আশায় হারিয়ে ছিলাম!আমি আজও ভুলতে পারেনি তোমার নীল চোখ!
আমার বেহিসাবি জীবনের হঠাৎ শাসন তুমি!
একবার ভেবেছিলাম,তুমি সবার মতোই ফিরে যাবে,আসলে সবাই ভালোবাসতে আসে না, ভালোবাসাকে ভোগ করতে আসে,তুমি ভালোবাসার নির্মল এক পর্বত নিয়ে জন্ম নিয়েছো।
তোমার ঝরে যাওয়ার সময় হলেও, আমি যেটুকু পাঁপড়ির পরশ নিয়েছি তা ভীষণ নতুন!
মনের গহিনে তোমার একটুও কম নেই!তুমি সেই আত্মকথা বুঝ, যা আমাকে ভিতর থেকে স্বস্তি দেয়!
পৃথিবীর এই মিলন মেলায়, তোমাকে হৃদয়ের আষ্টেপৃষ্টে পাবো, তা এখনো বিশ্বাস হয়নি!
জানো আমারও ইচ্ছে হয় তোমাকে শাসন করি!তুমি এখনো এতো ছোট বয়সী মনের,আদর ছাড়া কিচ্ছুই বুঝ না।একটু শিখে নিয়ো হৃদয়েশ্বরী শাসনও যে ভালোবাসা!
তোমার বিধুরতা আমাকে শেষ করে দেয়!আমি নিরব বাঁশির সুর তুলি আত্ম গহিনে!একবার আমি হয়ে অনুভব করে দেখো! আমি তোমার ভালোবাসার ভিখারি কতো বড় জগতে।