কলমে : শক্তিপদ ঘোষ
নামায় থেকে নামতে নামতে তল দেখি না তলের ,
রক্তক্ষরা রণাঙ্গনে যুদ্ধের সেদিন শেষ ;
ঢের সহজ মৃত্যু বাঁচে অধীনে কৌশলের ,
নামার পথে মৃত্যুতে দেখি মৃত্যু অনিঃশেষ ।
অবনমনের পথটা সেই পিচ্ছিল ভীষণই ,
পা মানে না সমুখেতে তার লক্ষ্মণরেখা কোন ;
নিয়ন্ত্রণের বাইরে থাকে অবাধ্য সে এমনই ,
কান্না কত ভেজায় যে পথ ভাবি না কক্ষণও ।
নামতে নামতে মনে হচ্ছে শেষ সোপানে আছি ,
বহু মৃত্যুর ঘাট পিছনে এসেছি ফেলে অবাধে ;
পৌঁছে গেছি চূড়ান্ত এই শেষের কাছাকাছি ,
বিবেক রোধেনি পথ হীন মৃত্যুকে ঠেকাতে ।
মৃত্যু দুয়ারে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে তথাপি ,
ইঁদুরকে রেখেই ভাঁড়ারে খেলছিও ছেলেখেলা ;
তামাসা পিঠ পেতে সইতে সইতে বেঁচে আছি ,
হীনতার সাথেই আপস করেছি তিনবেলা ।
পিছনে হঠতে হঠতেই দেয়ালে ঠেকেছে পিঠ ,
প্রতি মুহূর্তে মহাশঙ্কার ড্রাম বাজছে বুকে ;
হীন কামনার আঁধি ঘিরেছে পুবের দিক ,
শ্মশান সাজিয়ে রেখে মরছি মারণ অসুখে ।