কলমেঃ সুপ্রতিম ভৌমিক
নারী,
আদ্যাশক্তি তুমি,
নও অবলা,
সৃষ্টির আদিস্বরূপা,
দেবীরূপা দুর্গা,
দশপ্রহরণহস্তে
দশপ্রহরণধারিনী,
অশুভনাশিনী,
জগৎকল্যাণকারিনী !
পুরুষ সকাশে প্রকৃতিরূপীনি,
সর্বসৃষ্টি অধুরা তোমা বিনা ;
বিশ্বব্রহ্মাণ্ড মাঝে যা’ কিছু সৃষ্টি,
আধেক সৃজিয়াছে নর,
সৃষ্টি সুষমা আধেক
করেছো পূর্ণ ,
অনন্যা,অতুলনীয়া, নারী ।
কবি পরিচিতিঃ-
নাম : সুপ্রতিম ভৌমিক ।
পিতা : মৃত সুরঞ্জিত ভৌমিক ।
মাতা : শ্রীমতী রাণী ভৌমিক ।
সংক্ষিপ্ত বাল্য পরিচিতি :
অষ্টম বয়সে কবির পিতৃবিয়োগ, পিতার একমাত্র প্রিয় পুত্র, কবি । পিতা ছিলেন পেশায় শিক্ষক । তৎ অবধি কতো ঝড়-ঝাপটা, লাঞ্ছনা, অভাব-অনটন ও মানসিক আবেগের প্রবল স্রোতে ভাসতে ভাসতে শিক্ষা গ্রহণ, বড় হওয়া । শিশুকালেই পিতার নিকট নানা বায়না ছলে কত জিজ্ঞাসা, প্রশ্ন অবান্তর আর অজানাকে জানার অধীর আগ্রহ ছিল অপরিসীম । শিশুকালে পিতাকে হারিয়ে জীবনের সকল স্বপ্নে পড়ল নিদারুণ ভাঁটা । পিতা ছিলেন এক সৎ চরিত্রবান, নীরব, মিতভাষী, হৃদয়বান, পরোপকারী ও নীতিপরায়ণ মানবমূর্তি, অসাধারণ জ্ঞানের প্রতীক । পিতার মহান আদর্শে অনুপ্রাণিত এবং পরমপিতা ও প্রিয় পিতার আশীর্বাদ প্রাপ্ত হয়েই শত বাধা বিপত্তি অতিক্রম করে এতদূর এগোনো সম্ভবপর হয়েছে । উভয়কে আমার শত-সহস্রাধিক শ্রদ্ধাবনতঃ প্রণাম ।
কবি, বর্তমানে ভারতবর্ষের আসাম রাজ্যস্থিত হাইলাকান্দি জেলা/শহরবাসী, জন্মস্থানও বটে ।
শিক্ষা : মাধ্যমিক পরীক্ষা প্রথম বিভাগে ও উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখায় ২য় বিভাগে উত্তীর্ণ হওয়ার পর গৃহ শিক্ষকতা ও নানা private কাজের ফাঁকে ফাঁকে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরের অধীনে বিজ্ঞানে ও আইনে স্নাতক উপাধি গ্রহণ ।
পেশা : হাইলাকান্দি জেলা আদালতে গত ১০ বৎ যাবৎ আইনজীবী হিসেবে কর্মরত ।
পছন্দ ও রচনাবলী : বাল্যকাল থেকেই গান করা (স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তি), গান শোনা, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদন, গীটার বাদন, আবৃত্তি করা, বই পড়া, creative material প্রস্তুত করা ইত্যাদি ।
তাছাড়া বিশেষভাবে স্কুল জীবন থেকেই লেখালেখি, বর্তমানে যেমন গতানুগতিক কবিতা লেখা ছাড়াও পঞ্চবান, হাইকু, ত্রিবেণী, এক্রোস্টিক, অষ্টপদী, চতুরঙ্গ, রুবাইয়াত, আঞ্চলিক ভাষায় কবিতা প্রভৃতি, অণুগল্প, বিভিন্ন অণু কবিতা ( যেমন- ৩২শা, ৩৫শা, ৪০শা…..), প্রবন্ধ, নিবন্ধ, নাটক, নাটিকা, Lyrics ( বাংলা ও ইংলিশ) ইত্যাদি, ছবি দেখে সংলাপ লেখা, ছবি দেখে কলম কথা/কাব্য কথা ইত্যাদি, ইত্যাদি ।
পুরস্কার : কবি তাঁর স্বরচিত অসংখ্য কবিতা তথা অন্যান্য লেখনীতে বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠন ও সাহিত্য পত্রিকা পরিবার থেকে বিগত তিনমাস হতে অদ্যাবধি তিনশতাধিক সনদ সম্মাননা স্মারকপত্র প্রাপ্ত হয়েছেন ।
কাব্য কথা সাহিত্য পত্রিকার মাননীয় কর্তৃপক্ষবৃন্দকে আমার অজস্র শ্রদ্ধাবনতঃ ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমি এই দুর্লভ সম্মান প্রাপ্তিতে সত্যিই অপ্রত্যাশিতভাবে আপ্লুত, আনন্দিত ও অভিভূত হয়ে সাহিত্য পরিবারের সার্বিক উন্নয়ন, সাফল্য ও নিরন্তর শ্রী বৃদ্ধি কামনা করছি । ইতি সুপ্রতিম ভৌমিক ।