কলমেঃ বিদ্যুৎ সরকার
— কলম,তুমি আমার জীবন l আমি লিখতে খুব ভালোবাসি l সেই ছোট থেকেই আমি তোমার মাধ্যমে
লিখছি,অনেক কিছু সৃষ্টি করছি l লেখার মধ্যে দিয়ে অনেক শান্তি খুঁজে পাই l
— আমি চাইনা তোমার জীবন হতে l তুমি আমাকে অসম্মান করছো l
— এইরকম ভাবে বোলোনা তুমি l আমি কি এমন করেছি,যে তুমি আমাকে এইভাবে বলছো?
— কি করোনি সেটা বলো? তোমার হাতে আমি কখনোই মানাই না l এই অসম্মান আমার ভালো লাগেনা l
— আমি তোমায় কি অসম্মান করেছি?
— তুমি ভালো মানুষ নও l অনেক অন্যায় করো,মানুষকে ছোট করো,কারোর ভালো চাওনা,শুধু নিজের ভালো চাও l এইরকম মানুষের হাতে থাকা মানে আমার অসম্মান হওয়া l
— কলম,আমাকে বলে দাও কি করতে হবে? কি করলে তুমি অসম্মানিত বোধ করবে না?
— আগে তুমি ভালো কাজ করো,ভালো মানুষ হওয়ার চেষ্টা করো,তারপর আমাকে হাতে তোলো l তুমি ভালো মানুষ হোলে আমার খুব ভালো লাগবে,আমি আর অসম্মানিত হবো না l ভালো মানুষ হওয়ার আগে আমাকে দিয়ে আর কোনো কিছু সৃষ্টি কোরো না l তোমার শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করি l ভালো থেকো l